মা হওয়ার পর দীপিকা পাড়ুকোন একটি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ১৯০ কোটি ভিউ পেয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করেছেন। এই রিলটি হিল্টন হোটেলের একটি বিজ্ঞাপন, যা দীপিকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখাচ্ছে। 

মা হওয়ার পর অভিনেত্রীদের ছবিতে সুযোগ কমে যায়, এমন কথা প্রচলিত। কিন্তু এর বিপরীতে অনেক অভিনেত্রী ইতিমধ্যেই ছবিতে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। সম্প্রতি মা হয়ে সন্তানের দেখাশোনার জন্য ছুটি নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ফিরেই তিনি বিশ্বরেকর্ড গড়লেন। তাঁর একটি ইনস্টাগ্রাম রিল বিশ্বরেকর্ড সৃষ্টি করেছে। এই রিল ১৯০ কোটি ভিউ পেয়ে রেকর্ড গড়েছে। এই রিলের মাধ্যমে দীপিকা হার্দিক পান্ডিয়ার রেকর্ড ভেঙে দিয়েছেন। হার্দিক পান্ডিয়ার রিল ১৬০ কোটি ভিউ পেয়েছিল। এর আগে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রিল ১৫০ কোটি ভিউ পেয়েছিল। এবার দীপিকা সব রেকর্ড ভেঙে দিলেন।

রিলে এমন কী আছে জানতে চাইলে অবাক হবেন। কারণ, এটি হিল্টন হোটেলের একটি বিজ্ঞাপন। হিল্টন হোটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন সম্প্রতি এই বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন এবং তা তাঁর ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন। আন্তর্জাতিক হোটেল শিল্পের বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীপিকা 'ইট ম্যাটার্স হোয়্যার ইউ স্টে' প্রচারাভিযানের অংশ হিসেবে এই রিলটি পোস্ট করেছিলেন। ৯ জুন বিজ্ঞাপনটি শেয়ার করেছিলেন দীপিকা। ভিডিওটি এখন ১.৯ বিলিয়ন ভিউ পেয়েছে। মেয়ের জন্মের পর দীপিকা আরও একটি রেকর্ড গড়লেন।

সন্তানের দেখাশোনার মাঝেই দীপিকা আবার ছবিতে ফিরছেন। শাহরুখ খানের সাথে 'কিং' ছবিতে অভিনয় করছেন তিনি। অ্যাটলি পরিচালিত আরেকটি ছবিতেও তিনি অভিনয় করবেন। সেই ছবিতে অভিনয় করবেন অল্লু অর্জুন। এরই মাঝে তিনি এই রেকর্ড গড়লেন।

সম্প্রতি, দীপিকা 'হলিউড ওয়াক অফ ফেম স্টার ২০২৬' তালিকায় স্থান পাওয়া প্রথম ভারতীয় অভিনেত্রী হয়েছেন। এই কীর্তির কয়েক মাসের মধ্যেই তিনি ইনস্টাগ্রামে বিশ্বরেকর্ড গড়ে আলোচনায় এসেছেন। 

View post on Instagram