একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি, জিন্দেগি না মিলেগি দোবারার 'সেনোরিটা' কারলিটা মোউহিনি
কারলিটা মোউহিনি। পেশায় অ্যাডভোকেট। কিন্তু পেশার বাইরে যে প্যাশনকে তিনি অনুসরণ করেন তা হল গান। জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমায় সেনোরিটা- বলে স্প্যানিস গান রয়েছে, তার পিছনে গলা রয়েছে কারলিটা-র।
কারলিটা মোউহিনি-র ডিকশনারিতে রয়েছে দুটো শব্দ- একটা চিয়ার এবং চিয়ার করো। আর তাই তিনি সব সময়ই প্রাণ প্রাচুর্যে ভরপুর। পেশায় উকিল। কিন্তু, প্যাশনে এক্কেবারে শিল্পী মানুষ। থিয়েটার থেকে ফিল্ম এমনকী গান। আর গানের সুবাদেই বলিউডে এক পরিচিত নাম কারলিটা মোউহিনি। বছর দশেক আগে মুক্তি পেয়েছিল জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমা। যার অভিনেতা-অভিনেত্রীদের দলে ছিলেন হৃতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল, ক্যাটরিনা কাইফ এবং কালকি কোচিনরা। ছবির পরিচালক ছিলে জোয়া আখতার। আর এই ছবিতেই একটি স্প্যানিশ ফোক সং ছিল সেনোরিটা বলে। জিন্দেগি না মিলেগি দোবারা ছবির মোস্ট হ্যাপেনিং সঙ এই সেনোরিটা। সকলেরই ধারনা এই গানটি-তে ফিমেল সিংগিং-এ হয়তো কোনও স্প্যানিশ মহিলা গলা দিয়েছেন। কিন্তু, আসলে এই গলাটা কারলিটা মোউহিনির। যিনি একজন অসমীয়া। বেড়ে ওঠা অসমে এবং কলেজ জীবন কেটেছে কলকাতায় লরেটো হাউসে। অসমীয়া থেকে বাংলা-ইংরাজি এবং হিন্দিতে সমান দক্ষতায় কথা বলতে পারেন কারলিটা। এছাড়াও স্প্যানিশ-সহ আরও কিছু বিদেশি ভাষায় রয়েছে তাঁর দক্ষতা। এহেন কারলিটা আড্ডা দিলেন এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে।