দিল্লির নিজামুদ্দিনে স্কুটি পার্কিং নিয়ে বিবাদ থেকে মারামারিতে প্রাণ হারালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই আফিস কুরেশি। পুলিশ দুইজনকে আটক করেছে এবং তদন্ত চলছে।
দিল্লির নিজামুদ্দিন এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। স্কুটি রাখা নিয়ে বিবাদ শুরু হয়। তা এত বড় আকার নেয় যে সেখানে প্রয়াত হল একজন। বৃহস্পতিবার রাত ১১টায় ঘটনাটি ঘটেছে। খুন হন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই আফিস কুরেশি।
বাড়ির দরজায় স্কুটি পার্কিং নিয়ে চলছিল অশান্তি। তা নিয়ে ফেল বৃহস্পতিবার বাকবিতণ্ডা শুরু হয়। তা মারামারিতে পৌঁছায়। এরপর বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই আফিস কুরেশির ওপর হামলা করে। ঘটনায় গুরুতর আহত হন আফিস কুরেশি। তৎক্ষণাত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত হলে ঘোষণা করে।
ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাড়ির দরজায় স্কুটি পার্কিং করা নিয়ে জটিলতা শুরু হয়। সেই থেকে বাকবিতণ্ডা। শেষে মারামারি পর্যায় পৌঁছায়। তখনই দুই অভিযুক্ত হামলা করে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই আফিস কুরেশির ওপর। ঘটনায় গুরুতর আহত হয় আফিস। সেখানে প্রয়াত হন তিনি। পুলিশ ঘটনার তদন্তে মেনে ২ জনকে আটক করেছে। চলছে তদন্ত।
এদিকে আপাতত এই নিয়ে কোনও মন্তব্য করেননি হুমা কুরেশি। জানা যাচ্ছে, হুমার কাকার ছেলে আফিস কুরেশি। বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত নায়িকা প্রায় ২০ বছর পর ফিরছে খোসলা কা ঘোঁসলা ২। ২০০৬ সালে অনুপম খের, বোমান ইরানি, রণবীর শোরে, বিজয় রাজ এবং প্রবীণ দাবাস ও হুমাকে দেখা গিয়েছিল ছবিতে। এই কমেডি ছবির দ্বিতীয় পর্ব। সূত্রের খবর, এখনও চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে। কাস্টিং-ও চূড়ান্ত হয়নি। সব ঠিক থাকলে নভেম্বরে কাজ শুরু হবে।
এরই মাঝে এল খারাপ খবর। দিল্লিতে প্রয়াত হল নায়িকার ভাই। তাও বাকবিতণ্ডার এমন পরিণতি। এই খুনের ঘটনায় সর্বত্র চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত চলছে তদন্ত। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, কবে তাদের কোর্টে তোলা হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।


