গোপন সম্পর্ক রয়েছে গোবিন্দার! তিনি নাকি 'সুগার ড্যাডি', স্ত্রীর অভিযোগে তোলপাড় বলিউড,

বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীতা। শুধু তাই নয়, গোবিন্দকে ‘সুগারড্যাডি’ বলেও কটাক্ষ করতে শোনা গিয়েছে তাঁকে। এর আগে সুনীতা দাবি করেছিলেন, গোবিন্দের অন্য নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। যদিও সেই অভিযোগ প্রকাশ্যে অস্বীকার করেন অভিনেতা। স্ত্রীর মন্তব্যের পর থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা ছড়ায়।

 যদিও পরে সুনীতা জানান, তিনি বিচ্ছেদের পথে হাঁটতে চান না। এ বার আবারও স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন গোবিন্দ-পত্নী। সুনীতা বলেন, “আমাদের বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে। ওরা এসব একেবারেই পছন্দ করে না। আমি সব সময় ওকে বলি, এটা তোমার বয়স নয়। আজকাল বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করার জন্য অনেক মেয়েরই একটা করে ‘সুগারড্যাডি’ দরকার হয়।” সুনীতার দাবি, গোবিন্দাকে নাকি কিছু অল্পবয়সি মহিলা অর্থের জন্য ব্যবহার করছেন। তাঁর কথায়, “অনেকে নায়িকা হতে চায়।

 তাই লোক ফাঁসায়, পরে ব্ল্যাকমেল করে। দেখতে খুব ভালো না হলেও বড় স্বপ্ন থাকে। সেই কারণেই তারা ধনী ও পরিচিত মানুষদের টার্গেট করে।” স্বামীকে সতর্ক করে সুনীতা আরও বলেন, “তোমার বয়স ৬৩। তোমার একটা পরিবার আছে, সুন্দরী বউ আছে, দুটো বড় সন্তান আছে। এই বয়সে এসব মানায় না। যৌবনে অনেক কিছু হয়, তখন ভুল করা যায়। কিন্তু এই বয়সে নয়।” অন্যদিকে গোবিন্দা অবশ্য স্ত্রীর অভিযোগ মানতে নারাজ। কিছু দিন আগেই তিনি দাবি করেন, তাঁর পরিবারকে বদনাম করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে নাকি তাঁর স্ত্রীকেও ব্যবহার করা হচ্ছে বলে ইঙ্গিত দেন অভিনেতা। সব মিলিয়ে গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য টানাপড়েন এখন বলিউডের অন্দরমহলে চর্চার কেন্দ্রে। এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।