'দাদার বয়োপিকের জন্য আমায় প্রস্তাব দেওয়া হয়নি', তু ঝুটি ম্যায় মক্কার ছবির প্রচারে কলকাতায় এসে বললেন রনবীর কাপুর

তু ঝুটি ম্যায় মক্কার ছবির প্রচারের জন্য রবিবার কলকাতায় এসেছিলেন অভিনেতা রনবীর কাপুর । সেখনে সাংবাদিক সম্মেলনে জানান তাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বয়োপিকের জন্য প্রস্তাবই দেওয়া হয়নি ।

Share this Video

৮ই মার্চ মুক্তি পাবে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ | এই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন অভিনেতা রনবীর কাপুর | সেখানে সাংবাদিক দের মুখোমুখি হন রনবীর | দাদার বয়োপিক নিয়ে প্রশ্ন করা হলে রনবীর জানান তাকে প্রস্তাবই দেওয়া হয়নি | পাশাপাশি জানান তিনি আপাতত কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করছে | এছাড়াও জানান কলকাতা অন্যতম প্রিয় শহর তার | পাঠান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানান ‘পাঠান যা করতে পেরেছে, ফিল্ম ইন্ডাস্ট্রির সেটা দরকার ছিল’ | 

Related Video