- Home
- Entertainment
- Bollywood
- Kangna Ranawat: আলিয়া-রণবীর নাকি ‘Fake Husband-Wife’, ফের বিতর্কিত মন্তব্য করে খবরে কঙ্গনা
Kangna Ranawat: আলিয়া-রণবীর নাকি ‘Fake Husband-Wife’, ফের বিতর্কিত মন্তব্য করে খবরে কঙ্গনা
- FB
- TW
- Linkdin
সদ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরে এসেছেন কঙ্গনা। প্রায়শই বিতর্কিত মন্তব্য করে খবরে আসেন নায়িকা। এবারও হল না তার অন্যথা। এবার তাঁর টার্গেটে আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাঁদের নামে কুকথা লিখলেন নায়িকা।
বললেন নকল দম্পতির ক্লাস শুরু করেছেন আলিয়া-রণবীর। সদ্য একটি পোস্ট করেন কঙ্গনা। যেখানে আলিয়া ও রণবীরের নাম উল্লেখ করেননি। তবে, পোস্টটি যে তাদের উদ্দেশ্য করে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
পোস্ট কঙ্গনা লেখেন, ‘একজন ভুয়ো স্বামী-স্ত্রী জুটি যারা বিভিন্ন ফ্লোরে থাকে এবং দাম্পতি হওয়ার ভান করে। তারা একটি চলচ্চিত্রের ঘোষণার ভুয়ো খবর ছড়াচ্ছে। যা জাল বলে প্রমাণিত হয়েছে।’
‘তারা myntra নামক একটি ব্র্যান্ডকে নিজের ব্র্যান্ড বলেছেন। একই সঙ্গে কেন তার স্ত্রী ও মেয়ে পারিবারিক সফরে যায়নি তাও কেউ লেখেননি। এই so called husband আমাকে তাঁর সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছে। এই ভুয়ো দম্পতির কীর্তি ফাঁস হওয়া দরকার।’
এখানেই শেষ নয়। আরও লেখেন কঙ্গনা। তিনি লেখেন, ‘এটা ঘটে যখন আপনি প্রেম ছেড়ে সিনেমা, অর্থ এবং কাজের জন্য বিয়ে করেন। এই অভিনেতাকে মাফিয়া ড্যাডি দ্বারা একটি ছবির ট্রিলজির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই চাপে তিনি বাবার পরীকে বিয়ে করেন। এখন ফিল্ম ট্রিলজি বন্ধ হয়ে গিয়েছে।’
তিনি আরও লেখেন, ‘...এখন তিনি এই ভুয়ো বিয়ে থেকে মুক্তি পেতে চান। কিন্তু, এটা খুবই দুঃখজনক। তার উচিত তার স্ত্রী ও কন্যার দিকে মন দেওয়া। এটা ভারত এখানে একবার বিয়ে হলে হয়ে যায়। এখন ভালো হয়ে যাও।’
এদিকে এই পোস্টটি যে আলিয়া আর রণবীর কাপুরকে নিয়ে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আলিয়ার একটি নিজস্ব পোশাকের ব্র্যান্ড আছে। যা মিন্ত্রার সঙ্গে যুক্ত। তেমনই সদ্য রণবীর তার পরিবারের সঙ্গে বেরাতে গিয়েছিলেন। সেখানে আলিয়া ও রাহা যায়নি। তারা বিয়ের সময় করণের ট্রিলজি ফিল্ম ব্রক্ষাস্ত্র-তে কাজ করেছিল।
কঙ্গনার সমস্ত মন্তব্যের সঙ্গে যোগ রয়েছে আলিয়া ও রণবীরের। তবে, হঠাৎ করে কঙ্গনা কেন আলিয়া ও রণবীরের ওপর খেপে গেলেন তাও বুঝে উঠতে পারছে না কেউই।
সদ্য আলিয়া ভাট ও রণবীর কাপুরের পরিবারে এসেছে নতুন সদস্য। মা হয়েছেন আলিয়া। দেখতে দেখতে ৬ মাসের বেশি পার করেছে মেয়ের বয়স। গত বছর বিয়ে করেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।
অনেকেরই রিয়েল ও রিল লাইফ জুটিদের পছন্দের তালিকায় আছেন রণবীর ও আলিয়া। এই মিষ্টি জুটির প্রেম নিয়ে সকলেই আগ্রহী। এই প্রথম তাদের ফেক জুটি বলে আখ্যা দিলেন কেউ। এতে বেজায় বিরক্ত আলিয়া-রণবীর ভক্তরা।