সংক্ষিপ্ত

কপিল শর্মা, রাজপাল যাদব সহ আরও কয়েকজন তারকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। সইফ আলি খানের উপর হামলার পর এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে।

সইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে তোলপাড় সর্বত্র। এরই মধ্যে ফের আতঙ্ক ছড়াল মুম্বইয়ে। হুমকির বার্তা পেলেন কৌতুকশিল্পী কপিল শর্মা।

পুলিশ সূত্রে খবর, পাকিস্তান থেকে ইমেল মারফত খুনের হুমকি আসে কপিল শর্মার কাছে। শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকি বার্তা।

পুলিশের কাছে সেই মেল পৌঁছেছে। সেই ইমেলে বলা হয়েছে, ‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়কে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতি দিনের জীবনযাপনের ওপর নজর রাখছি।’

এরপরই তদন্তে নেমেছে পুলিশ। কেন কপিলতে এমন হুমকি বার্তা দেওয়া হল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

এদিকে সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান। হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। সইফের ওপর হামলা করে এক দুষ্কৃতি। জানা যায়, ওই ব্যক্তি সোজা ১২ তলায় উঠে যান যেখানে সইফ তাঁর পরিবার নিয়ে থাকেন। সেখানে গিয়ে তিনি অভিনেতার মুখোমুখি হলে তাকে ছুরি দিয়ে আঘাত করে। এমনকি তার পিঠে গেঁথে যায় ছুরিও। হাসপাতলে নিয়ে গেলে অপারেশন হয়। সম্প্রতি ছাড়া পেয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারায় মামলা করা হয়েছিল। এখন চলছে ঘটনার তদন্ত।

ওই বাংলাদেশি ব্যক্তি গত পাঁচ মাস ধরে মুম্বইতে থাকেন। বিভিন্ন ধরনের কাজ করেন। একটি এজেন্সির সঙ্গে হাউসকিপিং হিসেবেও যুক্ত ছিলেন। তিনি জানতেন না নাকি বাড়িটি সইফের। তিনি শুনেছিলেন ওই এলাকায় বড়লোক থাকে। তাই সেখানে হামলা চালায়।

এদিকে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর রাজপাদ যাদবের কাছে বিষ্ণো নামে এক ব্যক্তির মেল আসে। don99284@gmail.com থেকে ইমেল আসে। সেখানে ৮ ঘন্টায় উত্তর দিতে বলা হয়েছিল। না হলে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে পরিণতি ভোগ করত হবেও বলা হয়। আম্বোলি থানায় অভিযোগ করেছিল রাজপাল যাদব ও তাঁর স্ত্রী।