সংক্ষিপ্ত

ঝগড়া-ঝামেলার অবসান ঘটিয়ে কার্তিক আরিয়ান ফিরছেন করণ জোহরের ছবিতে। ধর্মা প্রোডাকশনস-এর 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি' ছবিতে দেখা যাবে তাঁকে। 'ভুল ভুলাইয়া থ্রি'র সাফল্যের পর এটি কার্তিকের নতুন ইনিংস।

ফের ভালো সময় শুরু হচ্ছে কার্তিক আরিয়ানের। মিলল এমনই ইঙ্গিত। ঝগড়া-ঝামেলা এখন অতীত, ফের করণের ছবিতে ফিরছেন কার্তিক। এমনই আন্দাজ করছেন সকলে। কর্ণ ও কার্তিক দুজনেই। এবার তাতে পড়ল সিলমোহর। কারণের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস-র নয়া ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে কার্তিককে। ছবির নাম তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি। ছবির পরিচালনার দায়িত্বে বিদ্ধানস।

২০০৮ সালে মুক্তি পেয়েছিল দোস্তানা। ছবির সিক্যুয়েলে কার্তিকের কথা ভেবেছিলেন কারণ। মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। ছবির শ্যুটিং কিছুটা করলেও মাঝে ছবি থেকে সরে যায় কার্তিক। শোনা গিয়েছিল, করণ ও কার্তিকের মধ্যে মনমালিন্য হয়। সে কারণে তারা সরে দাঁড়ায়। বিপুল পরিমাণ পারিশ্রমিক দাবি করে বসেছিলেন কার্তিক। সেই অঙ্কের টাকা তাঁর পিছনে খরচ করতে তখন প্রস্তুত ছিলেন না করণ জোহর। এক সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি করণ ও কার্তিকের। সে যাই হোক, এখন মিটল বিবাদ। এবার করণের ছবিতে দেখা যাবে কার্তিককে।

 

 

কাজের সূত্রে, কার্তিককে শেষ দেখা গিয়েছিল ভুল ভুলাইয়া থ্রি-তে। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি। আগামী ২৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। আনিস বাজমি পরিচালিত ভুলাইয়া থ্রি ৩ হল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও ছিলেন বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি।

সে যাই হোক, ফের করণ জোহরের ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। সব মিলিয়ে আবার দর্শকদের ঝটকা দিতে আসছে কার্তিক-করণ।