- Home
- Entertainment
- Bollywood
- আসছে করণ-আলিয়া জুটির ম্যাজিক, দেখে নিন এর আগে করণের কোন কোন ছবিতে দেখা গিয়েছে আলিয়াকে
আসছে করণ-আলিয়া জুটির ম্যাজিক, দেখে নিন এর আগে করণের কোন কোন ছবিতে দেখা গিয়েছে আলিয়াকে
- FB
- TW
- Linkdin
স্টুডেন্ট অফ দ্য ইয়ার
২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভাট। ছবিটি করণ জোহর পরিচালিত ছিল। সঙ্গে ছবিটি ছিল ধর্মা প্রোডাকশনের। আলিয়া বলিউডে পা রাখেন করণ জোহরের হাত ধরে। ছবিতে ডেবিউ করছিলেন বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা।
২ স্টেট
২০১৪ সালে মুক্তি পায় ২ স্টেট। ছবিতে অর্জুন কাপুরের সঙ্গে জুটি বাঁধেন আলিয়া। এই ছবিটি ছিল ধর্মা প্রোডাকশন প্রযোজিত। ছবিটি পরিচালনা করেন অভিষেক বর্মা। চেতন ভগতের কাহিনি অবলম্বনে তৈরি হয় ২ স্টেট।
হাম্পটি শর্মা কি দুলহানিয়া
২০১৪ সালেই মুক্তি পায় হাম্পটি শর্মা কি দুলহানিয়া। এই ছবিটি প্রযোজনা করেছিল ধর্মা প্রোডাকশন। করণ জোহর প্রযোজিত এই ছবিতে জুটি বেঁধে ছিলেন বরুণ ধাওয়ান ও আলিয়া। ছবিটি পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতন।
ব্রক্ষাস্ত্র
২০২২ সালে মুক্তি পায় ব্রক্ষাস্ত্র। ছবিটি আলিয়া ও রণবীরের কেরিয়ারে অন্যতম ছবি। এই ছবির সেটেই গাঢ় হয়েছিল আলিয়া ও রণবীরের প্রেম। ছবিটি পরিচালনা করেন অয়ন মুখোপাধ্যায়। করণ জোহর পরিচালনা করেছিল ছবিটি।
কাপুর অ্যান্ড সনস
২০১৬ সালে মুক্তি পায় কাপুর অ্যান্ড সনস। শকুন বত্রা পরিচালিত এই ছবিটিও ধর্মা প্রোডাকশনের ছবি। আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, ফাওয়াদ খান, রত্না পাঠক সহ একাধিক তারকাকে দেখা গিয়েছিল ছবিটিতে। ছবির গল্প তো বটেই ছবির গানও নজর কেড়েছিল সকলের।
ডিয়ার জিন্দেগি
আলিয়ার কেরিয়ারের অন্যতম একটি ছবি ডিয়ার জিন্দেগি। ২০১৬ সালেই মুক্তি পায় ছবিটি। করণ জোহর প্রযোজিত ছবিটি পরিচালনা করেন গৌরি সিন্ডে। ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আলিয়া।
বদ্রীনাথ কি দুলহানিয়া
২০১৭ সালে মুক্তি পায় বদ্রীনাথ কি দুলহানিয়া। ২০১৪ সালে মুক্তি পাওয়া হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবির সিক্যুয়েল ছবি এটি। এই ছবিতে ফের জুটি বাঁধেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। ছবিটি প্রযোজনা করেছিলেন করণ জোহর।
রাজি
আলিয়ার কেরিয়ারের অন্যতম একটি ছবি রাজি। ছবিতে আলিয়ার অভিনয় নজর কেড়েছিল সকলের। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিটি ব্যপক সাফল্য পেয়েছিল। ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন করণ জোহর। ছবিতে ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন আলিয়া ভাট।
কলঙ্ক
ফের করণ জোহরের সঙ্গে আলিয়া কাজ করেন কলঙ্ক ছবিতে। ২০১৯ সালে মুক্তি পায় ছবিটি। বিক্রম বর্মা পরিচালিত ছবিটির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন করণে। ছবিতে মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুরের মতো একাধিক স্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।
রকি অউর রানি কি প্রেম কাহিনি
২৮ জুলাই মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহিনি। করণ জোহর পরিচালনা ও প্রযোজনা করেছে ছবিটি। এই ছবিতে বাঙালি মেয়ের ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। রণবীর সিং-র সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া ভাট।