প্রেমিক অর্জুনকে ছাড়াই বড়দিনের পার্টিতে ব্যস্ত মালাইকা, সঙ্গী কে জানেন
- FB
- TW
- Linkdin
বড়দিনের আমেজে মত্ত তারকা থেকে সাধারণ মানুষ। গোটা বিশ্বের মানুষ উদযাপন করছেন বড়দিন। ইতিমধ্যেই গতকাল থেকেই শুরু হয়ে গেছে ক্রিসমাস সেলিব্রেশন। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই ব্যস্ত ক্রিসমাস সেলিব্রেশনে। পারদও অনেকটাই নীচের দিকে নেমেছে।
এককথায় বললে শীতের মরশুমে জমজমাট ক্রিসমাস। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা শহর। বর্ষশেষের এই উৎসবের জন্য মুখিয়ে থাকে ছোট থেকে বড় সকলেই। আর মাত্র কয়েকটা দিন তারপর নতুন বছরকে স্বাগত জানানোর পালা। গোটা সপ্তাহভর ধরেই চলবে এই উৎসব। তারপরেই পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আগমন।
এবার বড়দিনটা পরিবারের সঙ্গেই কাটালেন মালাইকা আরোরা। তবে ফ্যামিলি সকলের মধ্যে দেখা মিলল না অর্জুনের। অর্জুনকে ছাড়াই ক্রিসমাস সেলিব্রেশন মাতলেন মালাইকা আরোরা। তবে কার সঙ্গে পার্টিতে মত্ত হলেন মালাইকা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন।
মালাইকার প্রিয় বান্ধবী করিনা ও করিশ্মারাও বড়দিনের পার্টিতে উপস্থিত ছিলেন না। এবারের বড়দিন মা ও বোনের সঙ্গে সময় কাটালেন মালাইকা আরোরা। মালাইকার ছেলে আরহানও বড়দিনের পার্টিতে উপস্থিত ছিলেন।
বড়দিনে কালো সাদা ক্রপ টপ ও মিনি স্কার্ট সঙ্গে কালো হিল, হ্যান্ড ব্যাগ আর সানগ্লাস পরেছিলেন মালাইকা। আরহানের সাজও ছিল চোখে পড়ার মতো। নেভি ব্লু সোয়েটার আর বেইজ প্যান্ট পরেছিলেন আরহান। নীল প্রিন্টেড ড্রেস আর হলুদ জুতো পরে দেখা মিলল অমৃতার।
নিজের বন্ধু ও অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানান মালাইকা। ক্যাপশনে লেখেন, আমার সমস্ত পরিবার এবং প্রিয় বন্ধুদের যাদের আমি জীবনে পেয়ে ধন্য, বড়দিন আপনার হৃদয়ে ভালবাসা নিয়ে আসুক, আপনার শরীর স্বাস্থ্য এবং শান্তি থাকুক জীবনে।
পরিবারের সব অনুষ্ঠানে অর্জুনের সঙ্গে দেখা গেলেও ক্রিসমাসের অনুষ্ঠানে দেখা গেল না মালাইকাকে। পরিবারে সকলের মধ্যে কেন দেখা গেল অর্জুনকে তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা'-র জন্য শিরোনামে রয়েছেন বলি নায়িকা। বিতর্কে হামেশাই রয়েছে মালাইকার নাম। তাকে নিয়ে চর্চা থামবার নয়। বরং প্রতিনিয়ত পেজ থ্রি-র শিরোনামে উঠে আসে মালাইকার নাম।
মালাইকার হাঁটাচলা থেকে পোশাক, সবকিছু নিয়েই ঠাট্টা, বিদ্রুপ লেগেই রয়েছে নেটদুনিয়ায়। তবে সমালোচনা পাত্তা দিতে মোটেই নারাজ। বরং সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন।