মার্বেলের কাহিনি ওয়েস্টল্যান্ডার নিয়ে হচ্ছে পডকাস্ট ওয়েব সিরিজ, মুখ্য চরিত্রে সইফ আলি খান ও করিনা কাপুর

মার্বেলের কাহিনি ওয়েস্টল্যান্ডার নিয়ে হচ্ছে পডকাস্ট ওয়েব সিরিজ । পিটার কুইলের চরিত্রে কন্ঠ দিয়েছেন সইফ আলি খান, ব্ল্যাক উইডো-র চরিত্রে কন্ঠ দিয়েছেন করিনা কাপুর ।

/ Updated: Feb 10 2023, 11:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বহুদিন পরে একসঙ্গে একই ফ্রেমে অভিনয়ের পর্দায় সইফ আলি খান ও করিনা কাপুর। এবার মার্বেলের কাহিনি ওয়েস্টল্যান্ডার নিয়ে হচ্ছে পডকাস্ট ওয়েব সিরিজ। আর তারই স্টার কাস্ট করা হল। বলতে গেলে ওয়েস্টল্যান্ডারে এক্কেবারে তারকার ঢল। কে নেই এই ওয়েব সিরিজে। করিনা কাপুর এবং সইফ আলি খান-কে ছেড়ে দিন, রয়েছে প্রযক্তা কোলি, মাসাবা গুপ্তা, সিকান্দর খের, মিথিলা পালকর, ব্রজেশ হিরজি, জয়দীপ অহলাট-সহ আরও অনেকে |

ওয়েস্টল্যান্ডার ওয়েবসিরিজটি আসছে অডিবল-এর প্ল্যাটফর্মে। এক্কেবারে রেড কার্পেট বিছিয়ে তারকার ঢল নামে। আর যাকে ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিল না। কালো রঙের ব্রালেট এবং বেগুনি রঙের লম্বা প্যান্টে রূপের আগুনের ছটা যেন ছেটালেন করিনা। ফোটো সেশনের মাঝে মিয়া-বিবি-কে হাত ধরে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গেল। সইফের পরণে ছিল কালো জামা এবং জলপাই রঙের জ্যাকেট | 

জানা গিয়েছে- ওয়েস্টল্যান্ডারের পডকাস্টে পিটার কুইলের চরিত্রে কন্ঠ দিয়েছেন সইফ আলি খান। রকেটের চরিত্রে কন্ঠ দিয়েছেন ব্রজেশ হিরজি। কোরার কন্ঠে রয়েছেন সুশান্ত দিভগিকর। দ্য কালেক্টরের কন্ঠে রয়েছেন অনাংনশ বিশ্বাস। এমা ফ্রস্টের কন্ঠে রয়েছেন- মণি দে। অডিবলে এই পডকাস্ট ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত লাগাতার মুক্তি পাওয়ার কথা। করিনা কাপুর এই পডকাস্ট ওয়েব সিরিজে ব্ল্যাক উইডো-র চরিত্রে কন্ঠ দিয়েছেন। করিনার কথায় এমন এক চরিত্রের গলায় কন্ঠ দেওয়ার সুযোগ পাওয়াতে তিনি গর্বিত বোধ করছেন। 

 

Read more Articles on