সংক্ষিপ্ত
যোগীর উপরে রাগ শাহ-মোদীর! উত্তর প্রদেশ নিয়ে নতুন ভাবনা ভাবতে পারে বিজেপি
উত্তরপ্রদেশে এবার গো হারা হেরেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও একই হাল হয়েছে বিজেপির। সব মিলিয়ে এবার একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই দল। তাই এতে দলের অন্দরেই ভাঙন ধরেছে। তাই বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলীয় নেতাদের সরিয়ে ফেলতে পারে বিজেপি। এমনই সিদ্ধান্ত নিয়েছে মোদি-শাহ-নাড্ডা জুটি।
জিতলে তা মোদীর ম্যাজিক এবং হারলে তা স্থানীয় নেতৃত্বের দোষ এমনই রেওয়াজ চলে এসেছে গেড়ুয়া শিবিরে। তাই বিজেপির আসন কমায় বেশ কিছু নেতৃত্বে বদল আনতে পারে বিজেপি। সবার আগে পদ ক্ষোয়াতে পারেন যোগী আদিত্যনাথ।
মোদী ও শাহ জুটি আদিত্যনাথকে পুরোপুরি সরিয়ে ফেলার চিন্তা ভাবনা রেখেছেন বলে জানা গিয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন সূত্র থেকে। এ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা। এর মধ্যে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আছেন বলে পদ্ম শিবির সূত্রে খবর।
পশ্চিমবঙ্গেও এবার ভালো ফল করতে পারেনি বিজেপি। দিলীপ ঘোষকে জেতা আসন থেকে সরিয়ে ফেলার কারণেও তিনিও হেরে গিয়েছেন এই লোকসভা ভোটে। হেরে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। যার জেরে বাংলার বিভিন্ন বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে ভাঙনের আভাস। তাই বাংলার নেতৃত্বতেও বড় বদল আনতে চলেছে বিজেপি।