- Home
- Entertainment
- Bollywood
- "নাদানিয়া"র সেটে তারকাদের হাট! এক ছাতার তলায় সারা, সোনম, খুশি, আর কারা এসেছিল? দেখে নিন এক ঝলকে
"নাদানিয়া"র সেটে তারকাদের হাট! এক ছাতার তলায় সারা, সোনম, খুশি, আর কারা এসেছিল? দেখে নিন এক ঝলকে
"নাদানিয়া"র সেটে তারকাদের হাট! এক ছাতার তলায় সারা, সোনম, খুশি, আর কারা এসেছিল? দেখে নিন এক ঝলকে

গতকাল মুম্বাইয়ে ‘নাদানিয়া’ সিনেমার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অনেক বলিউড তারকা উপস্থিত ছিলেন। শাহরুখ খানের মেয়ে সুহানা খান ২২ লক্ষ টাকার একটি ছোট ব্যাগ নিয়ে উপস্থিত হন। অন্যদিকে, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান রেখার পা ছুঁয়ে আশীর্বাদ নেন।
‘নাদানিয়া’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইব্রাহিম আলি খান এবং খুশি কাপুর। স্ক্রিনিংয়ে দুজনকেই একসঙ্গে দেখা গিয়েছে।
৫ই মার্চ ছিল ইব্রাহিম আলি খানের জন্মদিন। ‘নাদানিয়া’ স্ক্রিনিংয়ে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি।
ভাই ইব্রাহিম আলি খানকে সমর্থন করতে ‘নাদানিয়া’ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সারা আলি খান।
দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারও স্ত্রীর সাথে ‘নাদানিয়া’ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন।
বোন খুশি কাপুরকে সমর্থন করতে ‘নাদানিয়া’ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সোনম কাপুর এবং জাহ্নবী কাপুর।
‘নাদানিয়া’ স্ক্রিনিংয়ে অর্চনা পুরান সিং পুরো পরিবার নিয়ে উপস্থিত ছিলেন।
‘নাদানিয়া’ স্ক্রিনিংয়ে মহিমা চৌধুরী, আদর পুনাওয়ালা এবং করণ জোহরও উপস্থিত ছিলেন। ‘নাদানियां’ সিনেমাটি করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত। ছবিটি ৭ই মার্চ ওটিটিতে মুক্তি পাবে।

