- Home
- Entertainment
- Bollywood
- Urfi Javed: পোশাকের একাংশ পুরোপুরি উন্মুক্ত, দেখে নিন কেমন অদ্ভুত সাজে হাজির হলেন উরফি
Urfi Javed: পোশাকের একাংশ পুরোপুরি উন্মুক্ত, দেখে নিন কেমন অদ্ভুত সাজে হাজির হলেন উরফি
- FB
- TW
- Linkdin
উরফি জাভেদ
সদ্য এক অদ্ভুত পোশাক পরে খবরে এলেন উরফি জাভেদ। শেষ পরেছিলন মাস্কের পোশাক। এবার আরও এক উদ্ভট সাজে সকলের নজর কাড়লেন উরফি। বরাবরই বোল্ড ফোটোশ্যুট করে এবং নিজের হট ছবি প্রচার করে খবরে আসেন উরফি। এবারও হল না তার অন্যথা।
উরফি জাভেদ
গোলাপী রঙের একটি শর্ট ড্রেসে দেখা গেল তাঁকে। উরফি খোলামেলা পোশাক পরবে, তা স্বাভাবিক। কিন্তু, সে কখনও এতটাও খোলামেলা পোশাক পরতে পারে তা কেউ আন্দাজ করতে পারেনি। সদ্য গোলাপী রঙের এক শর্ট ড্রেস পরেছিলেন। যার একাংশ ছিল পুরো উন্মুক্ত।
উরফি জাভেদ
সাধারণত পোশাক দিয়ে সকল মহিলা স্তন ঢেকে রাখেন। আর উরফি সেই স্তন বের করা পোশাক পরে হাজির হলেন। অবাক হলেও এমনটাই সত্য। পোশাকটি এমন ভাবে তৈরি করেছেন যাতে একটি স্তন ঢাকা রয়েছে তাঁর। অন্য স্তনটি পুরোপুরি উন্মুক্ত। যা দেখে সকলেই ভিড়মি খেয়েছেন।
উরফি জাভেদ
উরফির নতুন ডিজাইন করা পোশাকে দেখা যাচ্ছে তাঁর একটি স্তন উন্মুক্ত। আর স্তনের ওপর একটি স্টিকার আটকেছেন। ফের এমন উদ্ভত ডিজাইন করা পোশাক পরেছেন উরফি। শেষ বার পোশাকের সঙ্গে মাস্ক জুড়ে বানালেন নতুন স্টাইল।
উরফি জাভেদ
সেবার স্কার্ট আর টপে দেখা গিয়েছে উরফিকে। স্কার্টের সঙ্গে পরেছিলেন খুবই ছোট ক্রপ টপ। যা দিয়ে তাঁর বক্ষের নীচের অংশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এই গোলাপী রঙের টপে রয়েছে অদ্ভুত নকশা। মুখে ছিল মাস্ক। আর এই টপ ও মাস্ক বিশেষ ভাবে জোড়া ছিল। শুধু কানের অংশ ছিল খোলা। যা দিয়ে তাঁর দুল দেখা যাচ্ছিল।
উরফি জাভেদ
আবার আজ ভাইরাল হল উরফি জাভেদের নতুন ছবি। যা দেখে ফের শুরু হয়েছে সমালোচনা। প্রায়শই উদ্ভট সাজের কারণে খবরে আসেন উরফি। এবারও তার অন্যথা হল না। অদ্ভুত এক পোশাক পরে দেখা গেল মডেল-অভিনেত্রী। আর তাঁর এই নতুন পোশাক দেখে ভিড়মি খেলে সকলে।
উরফি জাভেদ
তার কদিন আগে, এক অদ্ভুত কালো রঙের নেটের ড্রেস পরেছিলেন উরফি। যা স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর সম্পূর্ণ দেহ। নেটের এই গাউন ছিল পা পর্যন্ত। তবে, এতে স্পষ্ট ফুটে ওঠে অন্তর্বাস। পোশাকের নকশা ছিল অদ্ভুত। শুধু স্তনের অংশে ছিল ড্রাগনের নকশা। যার কারণে শুধু স্তনটাই দেখা যায়নি। আর এবার একটি স্তন বের করা পোশাক পরলেন উরফি।
উরফি জাভেদ
সেবার বাকি শরীরের সব অংশ ছিল উন্মুক্ত। কালো রঙের নেটের পোশাকের পিছনের অংশ ছিল ফাঁকা। ছিল শুধু নেটের কাপড়। আর সামনের অংশে ছিল এই ড্রাগনের নকশা আঁকা। এমন পোশাকের সঙ্গে পায়ে পরেছেন কালো হিল। এই পোশাক পরে গাড়ি থেকে নামতেই শুরু হল সমালোচনা।
উরফি জাভেদ
তার কদিন আগে বাবলগাম দিয়ে টপ তৈরি করে নজর কাড়েন উরফি জাভেদ। পরনে ছিল ধূরস রঙের প্যাট। তার ওপর পরেছিলেন গোলাপী রঙের বাবলগাম দিয়ে তৈরি টপ। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল সোফার ওপর বসে তিনি। আর সেবার পোশাক থেকে গাম মুখে ভরেছিলেন।
উরফি জাভেদ
এছাড়াও কখনও ফুলের স্টার্ট পরে সামনে এসেছিলেন। সেবার তাঁর ওপরের অংশ ছিল উন্মুক্ত। আর এবার এক বক্ষ ঢাকা পোশাক পরে খবরে এলেন। তাঁর এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে নানান কথা। অধিকাংশই সমালোচনা করেছে তাঁর।