কেন কারিনা কাপুর ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করেন না জানেন? মুখ খুললেন নায়িকাকারিনা কাপুর সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থেকে দূরে থাকেন। তিনি জানান, গল্পের জন্য এটা জরুরি নয় এবং তিনি এতে স্বচ্ছন্দ নন। তার ধারণা, ভারতে এখনও এই ধরনের দৃশ্য খোলাখুলিভাবে গ্রহণ করা হয় না।