বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর আজ বুধবার তাঁর মৃত্যু হয়। মহাভারতের কর্ণ চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
ফের খারাপ খবর বিনোদন জগতে। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। লড়াই করছিলেন ক্যান্সারের সঙ্গে। কিন্তু শেষ রক্ষা হল না। জানা যায়, কয়েক মাস আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়, হয়েছিল অস্ত্রোপচার। পরিচালক বিআর চোপড়ার অত্যন্ত জনপ্রিয় টিভি ধারাবাহিক মহাভারতে কর্ণের ভূমিকায় অভিনয় করা পঙ্কজ ধীর বুধবার প্রয়াত হন।
টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ তিনি। মহাভরত-র কর্ণ চরিত্রে তাঁর অভিনয় দর্শক মনে ছাপ ফেলেছিল। এছাড়াও বহু চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। অভিনেতার বন্ধু-সহকর্মী অমিত বহল এই খবর নিশ্চিত করেন। বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাশোসিয়েশন। আজ বুধবার বিকেলে হবে শেষকৃত্য। আজ বিকেল ৪.৩০ মিনিটে ভিলে পার্লের পবন হংস শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।
ছোট পর্দায় মহাভারত ছাড়াও অভিনয় করেছেন বড় পর্দায়। জমিন, সোলজার, টারজান দ্য ওয়ান্ডার কার-এ নজর কেড়েছেন সকলের। তিনি বড়পর্দার পাশাপাশি হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে, তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন টিভি ধারাবাহিক মহাভারতে কর্ণের ভূমিকায় অভিনয় করে। এই চরিত্রের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। এই ধারাবাহিকটি ১৯৮৮ সালে এসেছিল। এছাড়া তিনি বেশ কিছু পৌরাণিক শো-তেও কাজ করেছেন। তিনি চন্দ্রকান্তা, দ্য গ্রেট মারাঠা, যুগ, কানুন, জি হরর শো আনহোনি, মহাভারত কথা, যুগ, রিস্তে, তিন বহুরানিয়া, সসুরাল সিমর কা, দেবো কে দেব মহাদেব এবং বঢ়ো বহু-এর মতো সিরিয়ালে কাজ করেছিলেন। তিনি সিনেমাতেও কাজ করেছেন। তাঁকে সড়ক, সনম বেওয়াফা, পরদেশী, সোলজার, বাদশা, তুমকো না ভুল পায়েঙ্গে, টার্জান, রাজা কি আয়েগি বারাত-সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে।


