- Home
- Entertainment
- Bollywood
- লং শার্ট এবং শর্টস নজর কাড়লেন পরিণীতি চোপড়া, মুহূর্তে ভাইরাল হল নায়িকার ছবি
লং শার্ট এবং শর্টস নজর কাড়লেন পরিণীতি চোপড়া, মুহূর্তে ভাইরাল হল নায়িকার ছবি
খারে একটি ছবির শুটিং করতে দেখা গেলো স্টাইলিশ পরিণীতিকে। হিট ছবির খোঁজে থাকা পরিণীতির এই নতুন প্রোজেক্ট কি হবে?
110

Image Credit : Asianet News
রবিবার একটি ছবির শুটিং শেষে দেখা গেলো পরিণীতিকে। তিনি ফটোগ্রাফারদের হতাশ করেননি। জমিয়ে কিলার পোজ দিয়েছেন।
210
Image Credit : Asianet News
পরিণীতি লম্বা শার্ট এবং শর্টস পরেছিলেন। চুল খোলা ছিল এবং গগলস পরেছিলেন। মোটের উপর খুব স্টাইলিশ লাগছিল।
310
Image Credit : Asianet News
পরিণীতি অনেকদিন কোন হিট ছবি দেননি। ২০২৪ সালের 'আমার সিং চমকিলি' ও খাস করতে পারেনি।
410
Image Credit : Asianet News
পরিণীতি ২০২৩ সালে রাঘব চাড্ডার সাথে বিয়ে করেন। বিয়ের পরেও তিনি ছবিতে সক্রিয়।
510
Image Credit : Asianet News
এদিকে সদ্য ওটিটি-তে পা রাখতে চলেছেন পরিণীতি চোপড়া।
610
Image Credit : Asianet News
অমর সিং চমকিলা ছবির সাফল্যের পর উংলি এবং কুরবান ছবির পরিচালক ডি সিলভার পরিচালিত একটি রহস্য থ্রিলার ওয়েব সিরিজে দেখা দেবেন।
710
Image Credit : Asianet News
নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ।
810
Image Credit : Asianet News
চলছে তারই কাজ। শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত নায়িকা।
910
Image Credit : Asianet News
এদিকে নায়িকার হাতে আছে একধিক ছবি।
1010
Image Credit : Asianet News
বিয়ের পর পরিবার ও কাজ সামলাচ্ছেন সমান তালে।
Latest Videos