- Home
- Entertainment
- Bollywood
- লং শার্ট এবং শর্টস নজর কাড়লেন পরিণীতি চোপড়া, মুহূর্তে ভাইরাল হল নায়িকার ছবি
লং শার্ট এবং শর্টস নজর কাড়লেন পরিণীতি চোপড়া, মুহূর্তে ভাইরাল হল নায়িকার ছবি
খারে একটি ছবির শুটিং করতে দেখা গেলো স্টাইলিশ পরিণীতিকে। হিট ছবির খোঁজে থাকা পরিণীতির এই নতুন প্রোজেক্ট কি হবে?

রবিবার একটি ছবির শুটিং শেষে দেখা গেলো পরিণীতিকে। তিনি ফটোগ্রাফারদের হতাশ করেননি। জমিয়ে কিলার পোজ দিয়েছেন।
পরিণীতি লম্বা শার্ট এবং শর্টস পরেছিলেন। চুল খোলা ছিল এবং গগলস পরেছিলেন। মোটের উপর খুব স্টাইলিশ লাগছিল।
পরিণীতি অনেকদিন কোন হিট ছবি দেননি। ২০২৪ সালের 'আমার সিং চমকিলি' ও খাস করতে পারেনি।
পরিণীতি ২০২৩ সালে রাঘব চাড্ডার সাথে বিয়ে করেন। বিয়ের পরেও তিনি ছবিতে সক্রিয়।
এদিকে সদ্য ওটিটি-তে পা রাখতে চলেছেন পরিণীতি চোপড়া।
অমর সিং চমকিলা ছবির সাফল্যের পর উংলি এবং কুরবান ছবির পরিচালক ডি সিলভার পরিচালিত একটি রহস্য থ্রিলার ওয়েব সিরিজে দেখা দেবেন।
নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ।
চলছে তারই কাজ। শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত নায়িকা।
এদিকে নায়িকার হাতে আছে একধিক ছবি।
বিয়ের পর পরিবার ও কাজ সামলাচ্ছেন সমান তালে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।