13


ইউপির প্রয়াগরাজে অনুষ্ঠিত মহা কুম্ভমেলায় ত্রিবেণী সঙ্গমে দেশ-বিদেশের অগণিত মানুষ পবিত্র স্নান করছেন। এই স্নানে সকল পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করেন ভক্তরা।

সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকাও এই পুণ্যস্নানে অংশ নিচ্ছেন। বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী, পরিচালক কবির খান, অভিনেতা সুনীল গ্রোভার, নৃত্যপরিচালক রেমো ডি’সুজা, মারাঠি পরিচালক প্রবীণ তর্দে প্রমুখ প্রয়াগরাজে পবিত্র স্নান করেছেন। সম্প্রতি বিতর্কিত বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডেও এই তালিকায় যোগ দিয়েছেন।

23


প্রায়শই সাহসী ছবি ও মন্তব্যের জন্য Unepunem চর্চায় থাকেন। সম্প্রতি তিনি প্রয়াগরাজে গিয়ে পবিত্র স্নান করেছেন। সে সম্পর্কিত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ত্রিবেণী সঙ্গমে স্নানরত ছবি পোস্ট করে ‘আমার সব পাপ ধুয়ে গেছে’ বলে লিখেছেন। পুনমের এই পোস্ট এখন ভাইরাল।

33


পুনম তার পোস্টে লিখেছেন, ‘আমার সব পাপ ধুয়ে গেছে। জীবনকে খুব কাছ থেকে দেখলাম। এখানে ৭০ বছরের বৃদ্ধ ঘণ্টার পর ঘণ্টা জুতা ছাড়াই হাঁটছেন। এখানে বিশ্বাসের কোন সীমা নেই। কুম্ভমেলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের মোক্ষ লাভ হোক। এখানকার ভক্তি আমাকে বাকশূন্য করে দিয়েছে।’ তার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।