- Home
- Entertainment
- Bollywood
- Box Office Collection: কুলির জ্বরে কাঁপছে বক্স অফিস, জেনে নিন এক সপ্তাহে রজনীকান্তের এই ছবির আয় কত?
Box Office Collection: কুলির জ্বরে কাঁপছে বক্স অফিস, জেনে নিন এক সপ্তাহে রজনীকান্তের এই ছবির আয় কত?
রজনীকান্ত অভিনীত ‘কুলি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মাত্র ৩ দিনে ভারতে ১৮৮.৫ কোটি টাকা আয় করেছে ছবিটি, বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছাড়িয়েছে। সাত দিনে ছবির মোট আয় প্রায় ২১৯ কোটি টাকা।

ইতিমধ্যে ‘কুলি’-র জ্বরে কাঁপছে চেন্নাই। রজনীকান্তের ‘কুলি’ নিয়ে ভক্তদের উন্মাদনার অন্ত নেই। ঢাক-ঢোল বাজিয়ে নাচতে নাচতে ও ফুল ছিটিয়ে ভক্তরা প্রথমদিন পৌঁছালেন প্রেক্ষাগৃহে। সেই উৎসাহে রেশ যেন আজও অব্যাহত। ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে কুলি। ছবিতে রজনীকান্ত ছাড়াও আছেন নাগার্জুন, শ্রুতি হাসানের মতো তারকারা। আছে আমির খান ও পুজা হেগডের মতো তারকাও।
ছবিটি মুক্তি পেতে না পেতেই জমিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে। ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী বক্স অফিসেও ছবিটি দুর্দান্ত আয় করেছে। মুক্তির মাত্র ৩ দিনের মধ্যেই এই সিনেমা গোটা ভারতে আয় করেছিল ১৮৮.৫ কোটি টাকা। গোটা বিশ্ব ৩০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে। এই সিনেমা রীতিমতো সমস্যায় ফেলেছে ওয়ার ২-কে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ‘কুলি’ ছবির বাজেট ছিল ৪০০ কোটি টাকা। রজনীকান্ত অভিনীত ‘কুলি’ পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। ছবিতে আমির খান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। যা উঠে এসেছে চর্চায়।
এবার আসা যাক ছবির আয় প্রসঙ্গে। রিপোর্ট বলছে সাত দিনে ছবির আয় ২১৮.৭১ কোটি টাকা। তামিল, তেলেগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। ছবি মুক্তির পর থেকেই দর্শকদের মনে স্থান করে নিয়েছে ছবিটি। জেনে নিন সাত দিনে ছবির আয় কর হল। প্রযোজকের পকেটে ঢুকলো কত?
প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৬৫ কোটি টাকা।
দ্বিতীয় দিন কুলি ছবি আয় করেছিল ৫৪.৭৫ কোটি টাকা।
তৃতীয় দিনে কুলি ছবি আয় করেছিল ৩৯.২৫ কোটি টাকা।
চতুর্থ দিনে কুলি ছবি আয় করেছিল ৩৫.২৫ কোটি টাকা।
পঞ্চম দিনে কুলি ছবি আয় করেছিল ১২ কোটি টাকা।
ষষ্ঠ দিনে কুলি ছবি আয় করেছিল ৯.৫০ কোটি টাকা।
সুপ্তম দিনে বিকেল ৫টা পর্যন্ত ছবির আয় ছিল ২.৭১ কোটি টাকা। সব মিলিয়ে ৪০০ কোটি টাকার এই ছবি আয় করল প্রায় ২১৯ কোটি।

