- Home
- Entertainment
- Bollywood
- দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক ও সাবা, নভেম্বরেই কি চারহাত এক হবে, কী বললেন বাবা রাকেশ?
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক ও সাবা, নভেম্বরেই কি চারহাত এক হবে, কী বললেন বাবা রাকেশ?
- FB
- TW
- Linkdin
বলিউডে বিয়ের মরশুম চলছে। একের পর এক তারকারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এবার সেই তালিকায় চলে এল বলিউডের গ্রিক গডের নাম। শোনা যাচ্ছে, চলতি বছরেই চার হাত এক হবে হৃত্বিক ও সাবার।
বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ফের উঠে এসেছেন শিরোনামে। ৫০-এর কোটায় দাঁড়িয়ে দুই সন্তানের বাবা হয়েও হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কের জন্য লাইমলাইটে উঠে এসেছেন হৃত্বিক রোশন।
বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ফের উঠে এসেছেন শিরোনামে। ৫০-এর কোটায় দাঁড়িয়ে দুই সন্তানের বাবা হয়েও হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কের জন্য লাইমলাইটে উঠে এসেছেন হৃত্বিক রোশন।
সূত্রের খবর, হৃত্বিক রোশন সাবার সঙ্গে ২০২৩ সালের নভেম্বর মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন সাবা ও হৃত্বিক রোশন। তবে প্রথমদিকে সবকিছু গোপন থাকলেও এখন সবটাই খুল্লামখুল্লা।
তবে হৃত্বিক ও সাবার বিয়ের খবর শুনে রাকেশ রোশন বলেন, হৃত্বিকের বিয়ের ব্যাপারে আমি অন্তত কিছু জানি না। অন্যদিকে হৃত্বিক ও সাবার বিয়ের খবর নিয়ে জলঘোলা শুরু হলেও এই বিষয়ে কেউ কোনও প্রতিক্রিয়া জানাননি।
সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে, যে দুজনেই তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। আপাতত ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা টুইট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন। রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বলিউডে ধামাকাদার বিয়ের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা। ইতিমধ্যেই হৃত্বিক রোশন ও সাবা আজাদের সম্পর্ক এখন বলিউডের টক অফ দ্য টাউন।
বয়সে ছোট সাবার সঙ্গে দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। ইতিমধ্যেই হৃত্বিকের পরিবারও মেনে নিয়েছেন সাবাকে। প্রথম থেকেই খুল্লামখুল্লা প্রেমে মজেছিলেন হৃত্বিক ও সাবা। বর্তমানে লিভ-ইনেও থাকছেন বলিউডের গ্রিক গড।
সূত্র থেকে জানা গিয়েছে, নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সাবা। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সাবার সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন হৃত্বিক। দুই ছেলে রেহান-হৃদানও সাবাকে খুবই ভালবাসে। এবং রোশন পরিবারও খুব খুশি তাদের এই সম্পর্কে। গোটা পরিবারের উপস্থিতিতে চারহাত এক হবে হৃত্বিক ও সাবার।
এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে। হাতের কাজ শেষ করেই চলতি বছর নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে হৃত্বিকের বিয়েতে সুজান উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। বিচ্ছেদের পরও দুজনের বন্ধুত্বও এখনও অটুট।
১৪ বছর সম্পর্ক ভাঙার পর এবার পাকাপাকি ভাবে নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।সাবার গভীর প্রেমে মজে রয়েছেন হৃত্বিক রোশন। কবে গাটছড়া বাঁধছেন হৃত্বিক ও সাবা,তা নিয়ে সরগরম নেটদুনিয়া।