সংক্ষিপ্ত

সালমান খান অভিনীত 'সিকান্দার' ছবির টিজার মুক্তি পেয়েছে। অ্যাকশন দৃশ্যে ভরপুর ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে।

সলমন খান অভিনীত 'সিকান্দার' ছবির টিজার দু'দিন আগে মুক্তি পেয়েছে। অ্যাকশন দৃশ্যে ভরপুর এই ছবিটি দর্শকদের মনে ঝড় তুলবে বলেই টিজারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাঝে মাঝেই শক্তিশালী সংলাপ এবং মারধরের দৃশ্যে ভরপুর টিজার ইতিমধ্যেই সালমান ভক্তদের মন জয় করে নিয়েছে। 

এ আর মুরুগাদোস পরিচালিত ছবিটি ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে টিজারের সংলাপ নিয়েই এখন আলোচনা চলছে। সলমন ভক্তরা এই সংলাপকে বিশেষভাবে উদযাপন করছেন। 

"অনেকেই আমার পিছু নিয়েছে বলে শুনেছি, তাদের আমার মুখ দেখানোর সময় এসেছে" - টিজারের এই সংলাপটি সালমানের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত বিরূপ মন্তব্য করেন তাদের উদ্দেশ্যেই বলে তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করেছেন। লরেন্স বিষ্ণোই গ্যাং এর হুমকিতে সলমন আর নীরব থাকবেন না বলেই তারা মনে করছেন। 

লরেন্স বিষ্ণোইকে সলমন ট্রোল করেছেন বলে কিছু ভক্ত মনে করছেন। সলমনের সাথে, রশ্মিকা মন্দনা, সত্যরাজ, শারমান জোশী, প্রতীক বাব্বার, কাজল আগরওয়াল -এর মতো অভিনেতা-অভিনেত্রীরা এই ছবিতে অভিনয় করছেন। সাজিদ নাদিয়াদওয়ালা এই ছবিটি প্রযোজনা করছেন। এটিই তাদের এযাবৎকালের সবচেয়ে বড় বাজেটের ছবি। 

সম্প্রতি আবার শুরু হওয়া ছবির শুটিং সেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাল্কুন প্যালেস হোটেলেই ছবির শুটিং হচ্ছে। সাম্প্রতিক হুমকির পর সলমনের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুটিং স্থান সম্পূর্ণ সিল করে শুটিং করা হচ্ছে। 

শুটিং কর্মীদের দু'বার তল্লাশি করার পর ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। সালমান তার বডিগার্ড শেরার নির্বাচিত প্রাক্তন সেনা জওয়ানদের নিরাপত্তার মধ্যে থাকছেন। এছাড়াও মুম্বই পুলিশ এবং স্থানীয় পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। মোট ৫০ থেকে ৭০ জন নিরাপত্তারক্ষী সলমনের নিরাপত্তার দায়িত্বে আছেন।