শারজাতে মুম্বই হিরোস ও কেলরা স্ট্রাইকার্সের মধ্যে সেলিব্রিটি ক্রিকেট লিগ সিজন ১০ এর উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিলেন সলমন খান। 

পরিবারের সঙ্গে কাটানো সলমন খানের ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সলমন খানের মা ও সলমা খান ও ভাগ্না-ভাগ্নির সঙ্গে কাটান ব্যক্তিগত কিছু সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে সলমন অনুগামীরা তো বটেই নেটিজেনরাও প্রশংসা করেছে।

ভিডিওটি শ্যুট করা হয়েছে স্টে়ডিয়াম থেকে। শারজাতে মুম্বই হিরোস ও কেলরা স্ট্রাইকার্সের মধ্যে সেলিব্রিটি ক্রিকেট লিগ সিজন ১০ এর উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিলেন সলমন খান। সেখানেই পরিবারের সঙ্গে যাচ্ছিলেন। ম্যাচে অংশ নিয়েছিলেন সলমনের ভাইই সোহেল খান। সলমন খান একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে তিনি অনুগামীদের শুভেচ্ছা জানিয়েছেন।

যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে , সেখানে দেখা যাচ্ছে, সলমন খান তাঁর মা সলমা খানকে চুমু খেয়ে আদর করছেন। আদর করছেন তাঁর ভাগ্না ও ভাগ্নিকে। অর্পিতা খান ও আয়ুষ শর্মার সন্তান আহিল ও আয়াতের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক সলমনের। তাদের সঙ্গেও ছোটদের মত সময় কাটাচ্ছেন ভাইজান। দেখুন সেই ভিডিওটি।

View post on Instagram

সলমনকে oh-so-fancy প্যান্টের সঙ্গে একটি আমিরি ভার্সিটি জ্যাকেট পরেছিলেন। প্যান্টের পিছনেও অভিনেতার ছবি আঁকা ছিল। একটি পোলো ক্যাপও পরেছিলেন। নিজের মুখ ঢাকার জন্য টুপি পরলেও সকলে তাঁকে চিনতে পেরেছিল। বিমানবন্দরে বাবা সিদ্দিক ও তার ছেলের সঙ্গে দেখা হয়েছিল। সালমান খান সৌদি আরবের রিয়াদে জয় অ্যাওয়ার্ড ২০২৪-এ অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের একটি গ্রুপ ছবি শেয়ার করেন তিনি। সেই ফ্রেমে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা মার্ক ওয়াহলবার্গ, কেভিন কস্টনার, ইভা লঙ্গোরিয়া, জিন রেনো, অ্যান্থনি অ্যান্ডারসন এবং স্যাম ওয়ার্থিংটন, পরিচালক জ্যাক স্নাইডার এবং ডগ লিমান, ক্রীড়া তারকা টাইসন ফিউরি, জন সিনা এবং ফ্রান্সিস এনগানু এবং প্রভাবশালী জর্জিনা রদ্রিগেজ।

View post on Instagram