- Home
- Entertainment
- Bollywood
- সারা শরীরে অসহ্য যন্ত্রণা, তবুও হাসিমুখে কাজ চালিয়ে যাচ্ছেন সামান্থা, প্রশংসার বন্যা নেটপাড়ায়
সারা শরীরে অসহ্য যন্ত্রণা, তবুও হাসিমুখে কাজ চালিয়ে যাচ্ছেন সামান্থা, প্রশংসার বন্যা নেটপাড়ায়
- FB
- TW
- Linkdin
শরীর মোটেই ভাল নেই প্যান ইন্ডিয়ার নম্বর ওয়ান অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। নিজের সোশ্যাল মিডিয়া থেকেও ছবি পোস্ট করে অসুস্থতার কথা জানিয়েছেন সামান্থা।
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রতিটা মুহূর্ত জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। বর্তমানে বলিউডের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে প্যান ইন্ডিয়ার এক নম্বর অভিনেত্রী হলেন সামান্থা রুথ প্রভু।
সারা শরীরে অসহ্য যন্ত্রণা হলেও সমস্ত অসুস্থতা কাটিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন সামান্থা। এত কিছুর মধ্যেও যশোদা ছবির প্রচারে অংশ নিলেন দক্ষিণী সুন্দরী। অভিনেত্রীর প্রয়াসে প্রশংসা বন্যা নেটপাড়ায়।
মায়োসাইটিস বিরল রোগে আক্রান্ত সামান্থা। শরীরে একবার এই রোগ দানা বাধলে পেশির ব্যথা হয়। যার ফলে পেশি দুর্বল হতে থাকে। যার ফলে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে,শরীরও দুর্বল হয়ে পড়ছে। এত কিছুর মধ্য়েও ছবির প্রচারে যোগ দিলেন সামান্থা।
সামান্থা জানিয়েছেন, পরিচালক রাজ নীধিমারুর থেকে অনুপ্রেরণা নিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় কালো পোশাকে ধরা দিলেন সামান্থা। মুখে হালকা হাসি। কাউচে বসে একের পর এক পোজ দিলেন সামান্থা, প্রতিটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমার পুরোনো বন্ধু রাজ নীধিমারু বলে, দিন যেমনই হোক না কেন, যতই খারাপ সময় যাক না কেন, ওর একমাত্র লক্ষ্য হল স্নান করো, তৈরি হও, সামনে আসো। ওর এই মন্ত্রটা আমি একদিনের জন্য ধার করলাম। যশোধা ছবির প্রচারে ১১ তারিখ দেখা হচ্ছে।
নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অসুস্থতার কথা জানিয়েছিলেন সামান্থা । অভিনেত্রীর কথা শুনেই উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে। ইন্ডাস্ট্রির বহু তারকারাই অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন। নিজের ইনস্টাগ্রামে বা হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেছিলেন সামান্থা। ক্যাপশনে জানান মায়োসাইটিস বিরল রোগে আক্রান্ত। শরীরে একবার এই রোগ দানা বাধলে পেশির ব্যথা হয়। যার ফলে পেশি দুর্বল হতে থাকে।
দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবীও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সামান্থাকে। এছাড়াও এনটিআর জুনিয়র, দুলকের সলমন, শ্রিয়া সরণ-সহ একাধিক তারকারাই পাশে দাঁড়িয়েছেন সামান্থার। সকলেই অভিনেত্রীকে মনের জোর রাখতে বলেছেন। এবং সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
একের পর এক ছক ভেঙে নিজেকে প্রমাণ করছেন সামান্থা। দ্য ফ্যামিলি ম্যান ২-এর যৌনদৃশ্য, এবং পুষ্পা-য় আইটেম গান সামান্থা শরীরী শিহরণ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বিগত কয়েক মাস ধরেই ডিভোর্স-বিতর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। ডিভোর্সের পরও নাগা চৈতন্যর স্ত্রী হিসেবে নয়,বরং নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন সামান্থা। ২০১৭ সালে বিয়ের আগে দীর্ঘ সময় লিভ-ইন রিলেশনশিপে ছিলেন এই কাপল।
এখনও এই হিট জুটিকে নিয়ে চর্চা চলেই আসছে। অভিনয় করতে এসেই নাগা চৈতন্যর প্রেমে পড়েছিলেন তারপরই বিয়ে। যদি সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ৪ বছর একসঙ্গে থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু।