- Home
- Entertainment
- Bollywood
- সারা আলি খানের দিওয়ালি পার্টিতে বসেছিল চাঁদের হাট, রইল তারই ঝলক, দেখে নিন কে কে উপস্থিত ছিলেন
সারা আলি খানের দিওয়ালি পার্টিতে বসেছিল চাঁদের হাট, রইল তারই ঝলক, দেখে নিন কে কে উপস্থিত ছিলেন
শুরু হয়ে গিয়েছে আলোর উৎসব। একের পর এক সেলেব পার্টি থ্রো করছেন। সদ্য অনুষ্ঠিত হল সারা আলি খানের দিওয়ালি পার্টি। অনন্যা থেকে মনীশ মালহোত্রা- পার্টিতে ছিলেন একাধিক সেলেব। রইল তারই ঝলক।
| Published : Nov 10 2023, 05:54 PM IST
- FB
- TW
- Linkdin
আদিত্য রায় কাপুর
সারা আলি খান আয়োজিত পার্টিতে হাজির হন আদিত্য রায় কাপুর। এদিন কালো ট্রাউজারের সঙ্গে পরেছিলেন মেরুন রঙের কুর্তা। পার্টিতে ঢোকার আগে পাপারৎজি-দের ক্যামেরার সামনে পোজ দেন আদিত্য রায় কাপুর।
অনন্যা পান্ডে
সারা আলি খানের সঙ্গে অনন্যা পান্ডের বন্ধুত্বের কথা সকলেরই জানা। এদিন গোলাপী ক্রপ টপ ও গোলাপী পালাজো সঙ্গে গোলাপী শ্রাগ পরে হাজির হন। বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে।
মনীশ মালহোত্রা, সারা আলি খান, অমৃতা রাও
মনীশ মালহোত্রা, সারা আলি খান, অমৃতা রাও সহ আরও অনেক তারকার সঙ্গে গ্রুপ ফোটো ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভাইরাল হয় পার্টির ছবি।
সারা আলি খান, অনন্যা পান্ডে ও মনীশ মালহোত্রা
সারা আলি খান, অনন্যা পান্ডে ও মনীশ মালহোত্রার ছবি ভাইরাল হয়। তিনজনের গ্রুপ ফোটো নজর কাড়ে সকলের।
কার্তিক আরিয়ান
কার্তিক আরিয়ান উপস্থিত হন সারা আলি খানের পার্টিতে। হলুদ রঙের কুর্তা পরে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান।
মা অমৃতার সঙ্গে সারা
মা অমৃতার সঙ্গে পার্টিতে পোজ দেন সারা। অমৃতা এদিন পরেছিলেন অফ হোয়াইট রঙের পোশাক। সারা
ওরি
সারা আলি খান খানের পার্টিতে উপস্থিত ছিলেন ওরি। তিনি সেলেবদের বিশেষ বন্ধু। কালো চেক টি শার্টে উপস্থিত ছিলেন তিনি।
পরিবারের ও বন্ধুরা
সারা আলি খানের পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক সারার বন্ধু থেকে আত্মীয় সকলেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সকল ছবি।
গ্রুপ ফোটো
মনীশ মালহোত্রা, সারা আলি খান, অনন্যা পান্ডে, অমৃতা সিং থেকে নিধি- সকলকে দেখা গিয়েছিল একই ফ্রেমে। ভাইরাল হয়েছিল পার্টির ছবি।
নিধি দত্ত
নিধি দত্ত ছিলেন পার্টিতে। স্বামীর সঙ্গে হাজির হন তিনি। সবুজ রঙের পোশাকে হাজির হয়েছিলেন নিধি।