অভিনেত্রী সোনম কাপুরের একটি লং কোট পরা ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাঁর বেবিবাম্প স্পষ্ট বলে মনে করছেন ভক্তরা। সোনম নিজে ছবিটি 'মা' ক্যাপশনে পোস্ট করার পর থেকেই তাঁর দ্বিতীয়বার মা হওয়ার জল্পনা শুরু হয়েছে।
পরনে লং কোট। চোখে কালো চশমা। হাতে ব্যাগ। বেশ স্টাইল করে পোজ দিলেন ক্যামের সামনে। আর এই ছবি পোস্ট করতেই ভাইরাল। কারণ ছবিতে স্পষ্ট বেবিবাম্প। এর পর থেকেই খুশির হাওয়া সর্বত্র।
দ্বিতীয়বার মা হতে চলেছে সোনম। তাঁর ভাইরাল হওয়া ছবি দেখে এমনই অনুমান ভক্তদের। যদিও নিজেও এই খবর নিশ্চিত করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে, অভিনেত্রী পোস্টটি পুনরায় শেয়ার করে নিশ্চিত করেছেন যে তার সন্তান ২০২৬ সালে আসছে। আনন্দ আহুজাও সোনমের পোস্টে মন্তব্য করেছেন এবং মজার ছলে লিখেছেন, "বেবি মা.. সঙ্গে chicccccc mama!" এবং "ডাবল ট্রাবল।" এরপর কমেন্ট বক্স ভরে যায় এই ছবি পোস্ট করতেই। তা হয় ভাইরাল। সোনমের গর্ভাবস্থার ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন এই নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে ছিল। কদিন আগেই একাধিক রিপোর্টে বলা হয়েছিল যে 'নীরজা' তারকা তার দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। সোনম তা নিশ্চিত করতে দম্পতির জন্য শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে এবং তাদের বন্ধু ও ভক্তরা ইনস্টাগ্রামে ভালোবাসা জানায়।সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে সোনমের খবর। কারণ এবার ভক্তদের বেশ চমক দিলেন নায়িকা। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাদের প্রথম সন্তান হয়। ছেলের নাম রাখুন বায়ুর। এবার আসছে দ্বিতীয় সন্তান। ফের মা হবেন।
প্রসঙ্গত, সোনম 'নীরজা', 'রাঞ্ঝনা', 'ভিরে দি ওয়েডিং', এবং 'দিল্লি ৬'-এর মতো ছবিতে অভিনয় করে মন জয় করেছেন। ছেলের জন্মের পর, তিনি পরিবারকে সময় দেওয়ার জন্য চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন। তাকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের ক্রাইম থ্রিলার 'ব্লাইন্ড'-এ, যা পরিচালনা করেছেন শোম মাখিজা। এই ছবিতে তার সঙ্গে ছিলেন পূরব কোহলি, বিনয় পাঠক এবং লিলেট দুবে।


