৬ বার ছুরির কোপে গভীর ক্ষত! কেমন আছে সইফ? অপারেশনের পর কী বললেন ডাক্তাররা
বুধবার ভোররাতে সইফ আলি খানের বাড়িতে চুরির চেষ্টাকারীদের হামলার শিকার হন অভিনেতা। ছুরিকাহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করা হয়েছে।

বুধবার রাত আড়াইটার সময় অভিনেতা সইফ আলি খানের বাড়িতে চুরি করার অভিপ্রায়ে ঢুকেছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তি
বাড়ির পরিচারিকার চোখের পড়তে তার সঙ্গে বচসা শুরু হয়, তার উপরেই প্রথম ছুরিকাঘাত করা হয়।
আওয়াজ শুনে বেডরুম থেকে বাইরে বেড়িয়ে সেই ব্যক্তিকে ধরে ফেলতেই একের পর এক ছুরির আঘাত করা হয় সইফ-এর উপর। তারমধ্যে একটি পড়ে পিঠে।
সেই সময়েই রক্তাক্ত অবস্থায় নবাব-কে তড়িঘড়ি লীলাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান দ্রুত অস্ত্রপচার করতে হবে।
বান্দ্রার বাসভবনে ছিলেন অভিনেতা সেখানেই ভোররাতে ঘটে এমন ঘটনা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় পুলিশ।দায়ের করা হয়েছে এইআইআর।
অভিযুক্তদের সন্ধান করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর জন্য গঠন করা হয়েছে বেশ কয়েকটি দল।
তবে সইফের পরিবার করিনা ও তার সন্তানরা সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটলো তার জন্য বাড়ির চত্ত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।মা
জানা যায় নবাবের ৬টি জায়গায় আঘাত লেগেছে। এর মধ্যে দুটি আঘাত বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের খুব কাছে। তার অপারেশন করা হয়েছে।
নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানেস্থেটিস্ট নিশা গান্ধী তার অস্ত্রোপচার করছেন। অস্ত্রোপচারের পরই জানা যাবে আঘাতটি কতটা গভীর।
খবর অনুসারে, তার মাথা, হাতে, ঘাড়ে এবং পিঠে আঘাত লেগেছে। অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সইফের টিম এক সরকারি বিবৃতিতে জানিয়েছে যে তার বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।