- Home
- Entertainment
- Bollywood
- Bollywood News: অমিতাভ বচ্চন থেকে মিঠুন চক্রবর্তী, বলিউডের অভিনেতারা কে কোন কুসংস্কারে বিশ্বাস করেন?
Bollywood News: অমিতাভ বচ্চন থেকে মিঠুন চক্রবর্তী, বলিউডের অভিনেতারা কে কোন কুসংস্কারে বিশ্বাস করেন?
- FB
- TW
- Linkdin
কালো বিড়াল দেখতে পাওয়া থেকে শুরু করে একটা শালিকের আগমন, পরীক্ষার দিন সকালবেলা ডিম খাওয়াকেও ব্যাপক ভয় পান কিছু মানুষ। সেই তালিকায় রয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতারাও।
ইন্ডাস্ট্রির বিগ বি ভয় পান স্বয়ং নিজেকেই। সারা সিনেমা-প্রেমীজগত যাঁকে দেখার জন্য আকুল হয়ে থাকে, তিনি নিজে দেখতে চান না কোনও ক্রিকেট ম্যাচ। অমিতাভ বচ্চনের এরম অদ্ভুত কুসংস্কারের কারণ কী? তিনি নিজেই বলেছেন যে, তিনি কোনও ক্রিকেট ম্যাচ লাইভ দেখলে সেই ম্যাচে তাঁর সমর্থন করা দলের হার হয়। এইজন্য টিম ইন্ডিয়া-র খেলা তিনি সবসময় রিপিট টেলিকাস্ট দেখেন। লাইভ ম্যাচ দেখেন না।
এর পাশাপাশি, নিজের হাতের বিভিন্ন আঙুলে প্রচুর আঙটি পরে থাকতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। এই আঙটিগুলি তাঁকে অশুভ শক্তি থেকে বাঁচায় বলে মনে করেন বিগ বি। একটি পান্নার আংটি তাঁর কেরিয়ারকে এত দীর্ঘ করেছে বলে তিনি বিশ্বাস করেন, যে আঙটিটি প্রায় ২০০০ সাল থেকে, অর্থাৎ ২৩ বছর ধরে পরে রয়েছেন তিনি।
বলি-সুন্দরী সোনম কাপুর, যিনি বর্তমানে সোনম কাপুর আহুজা, তিনি বিশ্বাস করেন যে, এমন কোনও সিনেমা, যেটাতে তিনি অভিনয় করছেন, সেই সিনেমার শুটিং-এর জায়গায় যদি তিনি পড়ে যান, তাহলে সেই সিনেমা বক্স অফিসে দারুণ হিট করে। অর্থাৎ, অভিনেত্রীর পতন হলেই সিনেমার সাফল্য ঊর্ধ্বমুখী।
বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীও কুসংস্কারের তালিকা থেকে বাদ পড়েন না। মিঠুনদা জানিয়েছেন, কোনও সিনেমার প্রথম দিনের শুটিং-এ যদি তিনি উপস্থিত থাকেন, তাহলে সেই সিনেমা ফ্লপ করে। অর্থাৎ, সাফল্য পায় না। তাই, প্রথম দিনের শুটিং-এ ডাক পড়লেও মিঠুন চক্রবর্তী চেষ্টা করেন সেই দিনটা ডুব মেরে দিতে।
অভিনেতা গোবিন্দা আবার লাল পোশাককে ভীষণ এড়িয়ে চলেন। শুটিং-এর সেটে যদি কোনও ব্যক্তিকে তিনি লাল পোশাক পরে দেখতে পান, তাহলে সেই ব্যক্তির থেকে কার্যত দূরত্ব বজায় রাখেন তিনি। আর, তাঁর খাবার রান্না করেন তাঁর ব্যক্তিগত ‘মহারাজ’। শুটিং-এ একমাত্র ওই খাবারই নিয়ে আসেন গোবিন্দা।
বিখ্যাত কবি তথা সিনেমা পরিচালক গুলজার নিজের বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি সংগ্রহ করে রাখেন। এটার পেছনেও রয়েছে একটি জ্যোতিষ তত্ত্ব। গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে শান্তি নিয়ে আসে বলে বিশ্বাস করেন তিনি।
অভিনেতা অজয় দেবগন আবার নিজের গুরুদেবের প্রতি গভীর আস্থা রেখে চলেন। কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এমনকি, গাড়ি কেনার সময়ও নিজের গুরুদেবের পরামর্শ মেনেই কাজ করেন কাজলের পতিদেব।
আরও পড়ুন-
‘একজনের তিনবার বিয়ে হচ্ছে…’ বাংলা সিরিয়ালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাসির কথা
Kiara Advani: ‘কোমরটা আরেকটু বাঁকালেই…’ ইন্সটাগ্রামে ট্রোলের শিকার কিয়ারা আডবাণী
Shah Rukh Khan: ৭ সেপ্টেম্বর আসছেন শাহরুখ খান, ‘জওয়ান’ দেখে উচ্ছ্বসিত ভারতীয় সেন্সর বোর্ড