রকিং স্টার যশের জন্মদিনে তাঁর আগামী ছবি 'Toxic: A Fairytale for Grown-Ups'-এর নতুন চরিত্র পরিচিতি টিজার মুক্তি পেয়েছে। কেমন অবতারে ধরা দিলেন অভিনেতা?

এ যেন কোনও হলিউড মুভি! রকিং স্টার যশের জন্মদিনে, ৮ জানুয়ারি, তাঁর আগামী ছবি Toxic: A Fairytale for Grown-Ups-এর চরিত্র পরিচিতি টিজার প্রকাশ করলেন নির্মাতারা।

এরই মধ্যেই সিনেপ্রেমী ও যশ প্রেমিদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে ইংরেজি ভাষার এই টিজার।

এই টিজারের মাধ্যমে প্রথমবার সামনে এল যশ অভিনীত চরিত্র রায়া, যাকে ঘিরেই তৈরি হয়েছে ছবির মূল কাহিনি। উল্লেখযোগ্যভাবে, Toxic ছবির টিজার মুক্তির আগে যশ দর্শকদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়েছিলেন ছবির মহিলা চরিত্রদের—কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরেশি, রুকমিণী বসন্ত ও তারা সুতারিয়া।

এরপর প্রকাশ্যে এল ছবির কেন্দ্রীয় চরিত্র রায়া। প্রায় আড়াই মিনিটের এই টিজারের সূচনা এক ভুতুড়ে কবরস্থানে। নিস্তব্ধতার মাঝেই আচমকা শুরু হয় গুলির শব্দ, ছুটোছুটি, রক্তপাত। ধোঁয়ার আড়াল ভেদ করে সামনে আসে রায়া—হাতে টমি গান, চোখে নিষ্ঠুর দৃঢ়তা।

এই ছবিতে অভিনেতা হওয়ার পাশাপাশি সহ-চিত্রনাট্যকার ও সহ-প্রযোজক হিসেবেও এই ছবিতে যুক্ত যশ। Toxic-এর মাধ্যমে তিনি ফের একবার নিজেকে ভাঙার চেষ্টা করছেন—জটিল চরিত্র, ধূসর নৈতিকতা এবং আন্তর্জাতিক মানের গল্পের মাধ্যমে।

‘রায়া’ চরিত্রের মাধ্যমে তাঁর এই পরীক্ষানিরীক্ষার ছাপ স্পষ্ট। গত বছর জন্মদিনে এই ছবির একটি সংক্ষিপ্ত ঝলক প্রকাশ করা হয়েছিল, এবারের ভিডিওটি তারই বিস্তৃত রূপ।

এতে ছবির অ্যাকশন-কেন্দ্রিক কাহিনি ও অনন্য ভিজ্যুয়াল দুনিয়ার আরও গভীরে প্রবেশের সুযোগ মিলেছে। যশ ও গীতু মোহনদাসের লেখা চিত্রনাট্য নিয়ে ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। Toxic: A Fairytale for Grown-Ups একসঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় শুট করা হয়েছে। পরে এটি হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম সহ একাধিক ভাষায় ডাব করে মুক্তি দেওয়া হবে।

প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি অত্যন্ত উন্নত মানের। জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক রাজীব রবি ক্যামেরার দায়িত্বে, সঙ্গীত পরিচালনায় রবি বাসরুর, সম্পাদনায় উজ্জ্বল কুলকার্নি এবং প্রোডাকশন ডিজাইনে টি পি আবিদ। অ্যাকশন দৃশ্যগুলির কোরিওগ্রাফি করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক জে জে পেরি (John Wick), তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাকশন পরিচালক অনবরিভ ও কেচা খাম্পাকডি।

ভেঙ্কট কে নারায়ণ এবং যশ প্রযোজিত এই ছবি নির্মিত হচ্ছে KVN প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের ব্যানারে। Toxic মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬, একযোগে ঈদ, উগাদি ও গুড়ি পড়বার উৎসবের সময়। সেই সঙ্গে বক্স অফিসে ছবিটির মুখোমুখি লড়াই হবে রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২-এর সঙ্গে।

https://www.youtube.com/watch?v=aF08WVSvCok