- Home
- Entertainment
- Bollywood
- Urfi Javed: এক হাতে ঢেকেছেন উন্মুক্ত বক্ষ, অপর হাতে টমেটো খাচ্ছেন উরফি, ফের খবরে ‘বিতর্কিত’ নায়িকা
Urfi Javed: এক হাতে ঢেকেছেন উন্মুক্ত বক্ষ, অপর হাতে টমেটো খাচ্ছেন উরফি, ফের খবরে ‘বিতর্কিত’ নায়িকা
- FB
- TW
- Linkdin
ফের খবরে উরফি জাভেদ। প্রতিবারই অদ্ভুত পোশাক ও তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টের কারণে খবরে আসেন। এবারও তার অন্যথা হল না। এবার কালো রঙের পোশাকের দেখা গেল উরফি। এরই সঙ্গে নজর কাড়ল উরফির দুল। টমেটো দিয়ে দুল বানিয়ে পরেছেন উরফি।
এক সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে সুনীল শেট্টিকে। তাঁর ছবির ক্যাপশনে লেখা, টমেটো খাওয়া কমে গিয়েছে অধিক মূল্যের কারণে। অন্য ছবিতে উরফির কানে ঝুলছে দুটি টমেটো। আর হাতেও রয়েছে একটি টমেটো। যাতে কামড় বসাচ্ছেন নায়িকা।
তৃতীয় ছবিতে লেখা, কৃষকরা কোটিপতি হয়ে যাবে টমেটো বিক্রি করে। এমন তিনটি ছবির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। যে ছবিতে কালো পোশাকে দেখা যাচ্ছে উরফিকে। পোশাকে নকশা এমনই তাতে একটি বক্ষ উন্মু্ক্ত তাঁর। সেই বক্ষ ঢেকেছেন নিজের হাত দিয়ে। এবারও টমেটো হাতে নিয়ে অদ্ভুত পোশাকে সামনে এলেন নায়িকা।
উরফি মানেই অদ্ভুত ফ্যাশন সেন্স। এই ফ্যাশন সেন্সের কারণেই খবরে থাকেন তিনি। তাঁকে সব সময়ই এমন পোশাকে দেখা যায়, যেমন পোশাক পরার কথা কেউ কোনওদিন স্বপ্নেও ভাবতে পারেন না। এমন পোশাক নিজেই ডিজাইন করেন উরফি। কখনও নখ দিয়ে পোশাক বানান, কখনও প্যাকেট দিয়ে।
শেষ বারও অদ্ভুত পোশাক পরেছিলেন। তাঁকে শাড়িতে দেখা গিয়েছিল। নীল রঙের শাড়ির সঙ্গে এক অদ্ভুত ব্লাউজ পরেছিলেন। যা ব্লাউজ পুরোটাই ছিল উন্মুক্ত। শুধু নিপলের সামনে অদ্ভুত দুটো স্টার ছিল। শাড়ির আঁচল ছিল তাঁর হাতে।
তার আগে এক শো-তে ব্রেস্ট প্লেট টপ পরে দেখা গেল উরফিকে। গ্রাজিয়া মিলেনিয়া অ্যাওয়ার্ড শো-তে হাজির হয়েছিলেন উরফি জাভেদ। সবুজ রঙের শাড়ি পরেছিলেন। তবে, আঁচল ছিল তাঁর হাতে। তার সঙ্গে পরেছিলেন এই সোনালী রঙের ব্রেস্ট প্লেট টপ।
টপ ছিল সম্পূর্ণ ব্যাকলেস। সোনালী রঙের এই ব্রেস্ট প্লেট টপে তাঁর স্তনের আকার স্পষ্ট বোঝা যাচ্ছিল। টপটি টম ফোর্ডের সংগ্রহ থেকে অনুপ্রাণিত। আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া (Zendaya) একবার এমন সাজে দেখা গিয়েছিল। এবার হলিউড অভিনেত্রীকে নকল করলেন উরফি।
তার আগে একবার গোলাপী রঙের শর্ট ড্রেস পরে খবরে আসেন। পোশাকের বিশেষত্ব হল, তাতে একাংশ ছিল তাঁর একটি বক্ষ। একটি স্তন বের করা পোশাক পরে হাজির হয়েছিলেন উরফি। পোশাকটি এমন ভাবে তৈরি করা ছিল যাতে একটি স্তন ঢাকা রয়েছে তাঁর। অন্য স্তনটি পুরোপুরি উন্মুক্ত। আর সেই উন্মুক্ত স্তনে একটি স্টিকার আটকে ছিলেন।
তার আগে একবার পোশাকের সঙ্গে মাস্ক জুড়ে বানালেন নতুন স্টাইল। সেবার স্কার্ট আর টপে দেখা গিয়েছে উরফিকে। স্কার্টের সঙ্গে পরেছিলেন খুবই ছোট ক্রপ টপ। যা দিয়ে তাঁর বক্ষের নীচের অংশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। পোশাকটি তাঁর নাকের নীচ থেকে শুরু হয়েছিল।
আর এবার টমেটোর দাম বেড়েছে, তা সকলকে জানাতে টমেটো নিয়ে হাজির হন উরফি। ফের একটি স্তন উন্মুক্ত পোশাকে দেখা যায় তাঁকে। সঙ্গে হাতে ছিল টমেটো।