- Home
- Entertainment
- Bollywood
- বিভাজিকা থেকে নাভি পুরোটাই খোলা, কাটাছেড়া পোশাকে শরীর দেখাতেই উরফিকে কটাক্ষ ভক্তদের
বিভাজিকা থেকে নাভি পুরোটাই খোলা, কাটাছেড়া পোশাকে শরীর দেখাতেই উরফিকে কটাক্ষ ভক্তদের
- FB
- TW
- Linkdin
উরফি জাভেদ মানেই টানটান উত্তেজনা। বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বিগ বস সিজন ১৫-র প্রথম বাতিল হয়ে যাওয়া প্রতিযোগী উরফি জাভেদ। সর্বদাই শরীরী উষ্ণতায় পারদ চড়িয়ে শিরোনামে থাকেন উরফি।
হট অ্যান্ড বোল্ড অবতারে সবসময়েই যেন চর্চায় রয়েছেন উরফি। এমনকী পোশাকের কারণে একাধিকবার ট্রোলের মুখেও পড়েছেন। উন্মুক্ত নাভি থেকে বক্ষযুগল,ফের কাটাছেড়া কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন উরফি। যার শরীরী নেশায় রীতিমতো কালঘাম ছুটছে নেটিজেনদের।
আট থেকে অষ্টাদশী। সকলের হৃদয়ে ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফি জাভেদ। একের পর এক পোশাক বিতর্ক নাম জড়িয়েছে উরফির। শরীরী বিহঙ্গে সর্বদাই শিরোনামে রয়েছেন উরফি জাভেদ।
উন্মুক্ত নাভি থেকে বক্ষযুগল,ফের কাটাছেড়া কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন উরফি। শরীরী নেশায় রীতিমতো কালঘাম ছুটিয়েছেন নেটিজেনদের। উরফির এই হট অবতার ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
খোলামেলা শরীর দেখিয়েই নজর কেড়েছে উরফি। খুল্লামখুল্লা পোশাক পরেই ফের লাইমলাইটে উঠে এসেছেন উরফি জাভেদ। বক্ষের ভাঁজ থেকে নাভি পুরো অংশটাই ছেড়াফাটা। উরফির ভরা যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। বেশ সাবলীল ভাবেই এই পোশাক পরেই পাপারাৎজির ক্যামেরায় পোজও দিয়েছেন উরফি জাভেদ। দুরন্ত গতিতে ভাইরাল ছবি।
যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পোশাক বিতর্কে নাম জড়িয়েছে উরফি জাভেদের। বারংবার লাইমলাইটে থাকতেই বিতর্কিত পোশাকে শরীরী উষ্ণতায় ঝড় তুলছেন উরফি, তেমনটাই মত নেটিজেনদের।
উরফির এই হট লুক নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে ।উদ্ভট এই পোশাক নিয়ে চরম ট্রোলের মুখে পড়েছেন উরফি। পাশাপাশি ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য এবং নোংরা কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
নেটিজেনরা বলছেন, 'এইটুকু পোশাক গায়ে রাখারই বা কি দরকার ছিল', কেউ আবার উরফিকে দেখে 'হায় গরমি' বলেও মন্তব্য করেছেন। তবে সমালোচনাকে যে তিনি মোটেই পাত্তা দেন না। তা আবারও বুঝিয়ে দিয়েছেন।
বিগ বস ওটিটির পর থেকেই জনপ্রিয় হয়েছেন উরফি জাভেদ। বাড়ির বাইরে পা রাখতেই যেন চর্চায় উঠে আসেন উরফি। তার রূপের ছটায় ও যৌবনেই ঘুম উড়েছে হাজারো পুরুষদের। নেটিজেনদের মতে, দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি বারংবার এমনটা করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি দাবি করেছেন, তিনি মুসলিম বলেই তার পোশাক নিয়ে এত সমালোচনা হয়। কিন্তু সব অভিনেতারাই পোশাক পরেন দৃষ্টি আকর্ষণের জন্য। উরফি আরও জানিয়েছেন, ছোটবেলা থেকেই রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠায় অনেক বাধা-নিষেধ ছিল কিন্তু এখন তিনি নিজের সিদ্ধান্ত নিজে নেন তাই কারও বাধা নিষেধ শুনতে রাজি নন।