- Home
- Entertainment
- Bollywood
- বক্ষযুগল থেকে নিতম্ব, নগ্ন শরীর ঢাকা সাইকেলের চেন দিয়ে, বন্ধুর দেওয়া চ্যালেঞ্জে নয়া চমক উরফির
বক্ষযুগল থেকে নিতম্ব, নগ্ন শরীর ঢাকা সাইকেলের চেন দিয়ে, বন্ধুর দেওয়া চ্যালেঞ্জে নয়া চমক উরফির
- FB
- TW
- Linkdin
মোবাইল ফোন দিয়ে বক্ষযুগল ঢেকে ক্যামেরার সামনে এসেছিলেন। তারপরেও নগ্ন শরীরে বক্ষযুগল ঢেকেছিলেন ওয়াইনের গ্লাস দিয়ে। ব্লেড, সেফটি পিন, মোবাইল, ফটোর পর যোগ হল ওয়াইনের গ্লাস। বিভিন্ন উদ্ভট জিনিস দিয়ে নিজের মনের মতো জামা পরে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ।
প্রতিদিনই নিত্য-নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়ে শোরগোল ফেলে দেন উরফি। এবারও তার অন্যথা হল না। এবারও সাইকেলের চেন দিয়ে পোশাক বানিয়ে নয়া চমক দিলেন উরফি জাভেদ। যা ভাইরাল হতে মোটেই সময় লাগেনি।
পোশাক বিতর্কে বরাবরই শিরোনামে থাকেন উরফি জাভেদ। ফ্যাশন স্টেটমেন্টে শিরোনামে থাকার জন্য যতটা নীচে নামতে হয়, ততটাই রাজি উরফি। ব্লেড, সেফটি পিন, মোবাইল, ফটো, ওয়াইনের গ্লাস, ক্যাসেটের ফিতের পর এবার সাইকেলের চেন দিয়ে পোশাক বানালেন উরফি জাভেদ।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। যেখানে শুরুতেই শর্টস এবং টপ পরে সাইকেল চালাতে দেখা গেছে। তারপরই নতুন প্ল্যান মাথায় আসতেই সাইকেলের চেন দিয়েই পোশাক বানিয়ে ফেললেন উরফি।
স্কার্ট আর টপ ঢেকে ফেললেন সাইকেলের চেন দিয়ে। যা দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে। ভিডিও পোস্ট করে উরফি লেখেন, সাইকেলের চেন। আমিও ভাবিনি এ দিয়ে পোশাক বানাবো। এটা আমার মাথা থেকে বেরোয়নি।
উরফি বলেন, একজন বন্ধু মজা করে বলেছিল, এ তো সাইকেলের চেন দিয়েও জামা বানিয়ে দেয়। তারপরই ভাবলাম এমনটা তো বানায়নি, তবে বানানো তো যেতেই পারে। যেমন ভাবনা তেমনই কাজ। ব্যস মুহূর্তের মধ্যে সাইকেলের চেন দিয়ে জামা বানিয়ে চমক দিলেন উরফি।
প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। তিনি যেন কোনওমতেই নিজেকে শান্ত রাখতে পারছেন না।খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে।
বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ।
ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ। কর্মজীবন নিয়ে নয় বরং ব্যক্তিগত জীবনের জন্যই শিরোনামে থাকেন উরফি জাভেদ। প্রতিনিয়তই হালফ্যাশনে নিত্যনতুন ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। এবারও তার অন্যথা হল না।
বিভিন্ন উদ্ভট জিনিস দিয়ে নিজের মনের মতো জামা পরে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ।বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। হামেশাই জামা-কাপড় ছুরি-কাঁচি চালিয়ে শিরোনামে থাকেন উরফি।