সতীশ কৌশিকেরঅকাল প্রয়াণ কোনওভাবেই যেন মেনে নিতে পারছেন না তার সহকর্মী থেকে অনুরাগীরা। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে। সতীশ কৌশিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাংশ।

ঘুম থেকে উঠে দুঃসংবাদ। বলিউডের নক্ষত্রপ্রয়াণে সকলের মনই ভারাক্রান্ত। ৯ মার্চ ভোর রাতেই চলে গেলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা সতীশ কৌশিক। হাসিখুশি প্রাণখোলা মানুষের এই অকাল প্রয়াণ কোনওভাবেই যেন মেনে নিতে পারছেন না গোটা বলিউড। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই তার হার্ট অ্যাটাক হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন সতীশ কৌশিক। মৃত্যুকালে অভিনেতা বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর। এই অকাল প্রয়াণ কোনওভাবেই যেন মেনে নিতে পারছেন না তার সহকর্মী থেকে অনুরাগীরা। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে। সতীশ কৌশিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাংশ।

৯ মার্চ ভোরবেলায় সতীশ কৌশিকের মৃত্যুর খবর প্রথম ভক্তদের জানান অনুপম খের। টুইটে শোকপ্রকাশ করে অনুপম খের লেখেন, আমি জানি জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু এটা কখনও ভাবতে পারিনি যে আমার প্রিয় বন্ধুর জন্য এটাও আমাকে লিখতে হবে। ছেদ পড়ল ৪৫ বছরের বন্ধুত্বে। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি। এনএসডিতে একসঙ্গে পড়াশোনা করেছেন সতীশ ও অনুপরম। অনুপম এফটিআইআইয়ের চেয়ারম্যান পদ থেকে ইতস্ফা দেওয়ার পর প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন সতীশ। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে কাতর অনুপম খের।

Scroll to load tweet…

বলি অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। কঙ্গনা শোকপ্রকাশ করে লেখেন, তিনি শুধু প্রতিভাবান পরিচালক ও অভিনেতা নন, তিনি ছিলেন খুব বড় মনের মানুষ। তার আগামী ছবি ইমার্জেন্সিতে উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকায় অভিনয় করেন সতীশ। একসঙ্গে কাজ করে ভীষণ খুশি কঙ্গনা,সেকথাও টুইটে লেখেন।

Scroll to load tweet…

বলি অভিনেতা মনোজ বাজপেয়ী সতীশের মৃত্যুতে শোকপ্রকাশ করে লেখেন, সতীশ কৌশিকের মৃত্যুর খবর শুনে পুরোপুরি হতবাক হয়েছি। তার মৃত্যু বলিউডের জন্য অপূরণীয় ক্ষতি। তার অকালপ্রয়াণে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মনোজ। শান্তিতে থেকো সতীশ ভাই।

Scroll to load tweet…

সতীশ কৌশিকের মৃত্যুতে পরিচালক সুভাষ ঘাই শোকপ্রকাশ করে লেখেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষকে হাসাতে পারার প্রবল ক্ষমতা ছিল সতীশের, খারাপ সময়ে মানুষের পাশে থাকতেন সবসময়। নিজের প্রিয় বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ সুভাষ ঘাই।

Scroll to load tweet…

বলি অভিনেতা রীতেশ দেশমুখ সতীশের মৃত্যুতে শোকপ্রকাশ করে লেখেন, এখনও বিশ্বাস হচ্ছে না আপনি নেই। আপনার হাসির আওয়াজ এখনও কানে বাজছে। আপনাকে প্রচন্ড মিস করব, আপনি সারাজীবন আমাদের হৃদয় জুড়ে থাকবেন।

Scroll to load tweet…

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন শোকজ্ঞাপন করে লেখেন, আপনার চলে যাওয়ার খবর প্রচন্ড অবাক করে দিয়েছে সতীশ জি। একজন সৎ, দয়ালু, ভালবাসার মানুষ। যা বলিউড ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। শান্তিতে থাকুন প্রিয় সতীশ জি। আমরা সবসময় আপনাকে মিস করব।

Scroll to load tweet…

সুনীল শেট্টি টুইটে লেখেন,আজ আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একজনকে হারিয়েছি। তার স্মৃতি তাদের সকলের জন্য আশীর্বাদ হয়ে থাকবে যারা তাকে জানত এবং ভালবাসত। পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল।

Scroll to load tweet…

পরিচালক হনসল মেহেতা শোকপ্রকাশ করে লেখেন, সতীশ জি। আপনি নিজের জন্য যে ছবিটি তৈরি করতে চেয়েছিলেন ‘ডেথ অফ আ ডিরেক্টর’ সেটি আর ফিল্ম নয়। আপনার উষ্ণতা, উদারতা, ভালতা এবং প্রতিভা দিয়ে আমার জীবনকে সাজানোর জন্য প্রিয় সতীশজিকে ধন্যবাদ। আর হ্যাঁ আমার পরের ছবিতে সতীশ নামে একটি গাছ থাকবে।

Scroll to load tweet…

কমেডি চরিত্র করেই সকলের মন জিতে নিয়েছিলেন সতীশ। চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন বি-টাউনে। তার কমেডি যেভাবে মানুষের মুখে হাসি ফোটাত ঠিক সেভাবেই যেন হাসতে হাসতে পরলোকে পাড়ি দিলেন বলি অভিনেতা।হাসিখুশি প্রাণখোলা মানুষের এখনও যাওয়ার সময় হয়নি, আরও অনেক কিছু করার ছিল সতীশের । অভিনেতার প্রয়াণে স্তব্ধ তার পরিবার ও আত্মীয় স্বজন।