পশ্চিমবঙ্গের কনটেন্ট ক্রিয়েটার সোফিক এসকে-র একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়েছে। তার প্রেমিকা দোস্তু সোনালির সঙ্গে ৬ মিনিটের এই ঘনিষ্ঠ ভিডিওটি কীভাবে ফাঁস হল, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

সোশ্যাল মিডিয়ার এই যুগে রাতারাতি খ্যাতি পেতে অনেকেই নানান পদ্ধতি মেনে চলেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে জনপ্রিয় হওয়ার ট্রেন্ডে অনেকেই গা ভাসিয়েছেন। এই করতে গিয়ে ভুলে পথে পা রেখেছেন অনেকে। এবার এই জনপ্রিয় হওয়ার তাগিদে এমন ভিডিও বানিয়ে খবরে কেন্দ্রবিন্দুতে সোফিক এসকে। ভাইরাল হয়েছে তার এমএমএস।

এদিকে ভোজপুরি অভিনেত্রী কাজল কুমারীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি তার জাল ভিডিও তৈরি করেন যারা সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। এই বিতর্কের মাঝে নজর কাড়ল সোফিক। পশ্চিমবঙ্গ ভিত্তিক কনটেন্ট ক্রিয়েটার সোফিক এসকে বর্তমানে খবরের শিরোনাম। পশ্চিমবঙ্গ ভিত্তিক ডিজিটাল স্রষ্টা সোফিক এসকে-র ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার সোফিকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নিজের বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তাঁকে।

বর্তমানে ট্রেন্ডে উঠে এসেছে সোফিক ভাইরাল ভিডিও। যেখানে একটি মেয়ের সঙ্গে ৬ মিনিট ৬ সেকেন্ডে ভিডিও করেছে সে। যেখানে সোফিক ও তার প্রেমিকার গোপন ভিডিও দেখা গিয়েছে। আর এর পর দোস্তু সোনালি নামে তাঁর প্রেমিকাও উঠে এসেছে খবর। তবে একটি নয়, সোফিকের সোশ্যাল মিডিয়া দেখলে দেখা যাবে তাদের বহু ভিডিও আছে। তবে এবার ভাইরাল হতে এমন ভিডিও তৈরি করছে সে বলেছেন বলে দাবি সকলের। উঠে এসেছে খবরে।

পশ্চিমবঙ্গের বাসিন্দা সোফিক এসকে একজন জনপ্রিয় ডিজিটাল নির্মাতা এবং পল্লী গ্রাম টিভির একজন প্রধান অভিনেতা। তিনি তার কমেডি দিয়ে দর্শকদের নজর কাড়েন। কিছু জনপ্রিয় কন্টেন্টের মধ্যে রয়েছে সোফিকের চালাকি। সোফিকের ভক্ত রয়েছে এবং তার কমিক টাইম দর্শকদের দ্বারা প্রশংসিত হয়। সে অসম-বাংলায় বেশ জনপ্রিয়। এবার সে নিজের প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও পোস্ট করেছে। তবে, সে দাবি করেছে এটি সে বানায়ই। এমন ভিডিও তার প্রেমিকার ফোনে ছিল। তা কীভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এল তা সে জানে না।এআই এডিট করা ভিডিও আছে এমএমএসে সত্য নয়। কথিত ভিডিও সামনে আসে এই সোশ্যাল মিডিয়ায় এটি ট্রেন্ড তৈরি করেছে। সে উঠে এসেছে খবরে।