কেন তিনি প্রতিদিন সন্ধ্যা ছ’টার পর ফোন বন্ধ রাখেন? প্রকাশ্যে এল বড় রহস্য
২০১৩ সালে ‘জ়ঞ্জির’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। ‘আরআরআর’-এ তাঁর শক্তিশালী অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা রাম চরণ। তাঁর পরিবারের প্রায় সকলেই কোনও না কোনওভাবে বিনোদনজগতের সঙ্গে যুক্ত। রাম চরণ মনে করেন, সাফল্যের মূল চাবিকাঠি হল শৃঙ্খলা আর নিরলস পরিশ্রম। সেই কারণেই প্রতিদিন সন্ধ্যা ছ’টার পর তিনি নিজের ফোন বন্ধ রাখেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও তিনি সমান গুরুত্ব দেন। সারাক্ষণ কাজের মধ্যেই ডুবে থাকতে তিনি নারাজ। রাম চরণের কথায়, “আমি সকাল আটটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত কাজ করতে পারি।
কিন্তু তার পর ফোন পুরোপুরি বন্ধ করে দিই।” শুধু তাই নয়, সন্ধ্যা ছ’টার মধ্যেই তিনি রাতের খাবার সেরে ফেলেন। খাবারের ক্ষেত্রেও রাম চরণ অত্যন্ত সাদামাটা। তাঁর স্ত্রী উপাসনার কথায়, দেশ হোক বা বিদেশ—রাতের খাবারে খিচুড়িই অভিনেতার প্রথম পছন্দ। তবে রামের দিন শুরু হয় এক গ্লাস দুধ দিয়ে। বর্তমানে তিনি তাঁর আগামী ছবি ‘পেড্ডি’-র প্রস্তুতি শুরু করেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন জাহ্নবী কপূর। আগামী মার্চ মাস থেকেই শুটিং শুরু করার কথা অভিনেতার।


