সংক্ষিপ্ত

শাবাশ মিঠুর টিম ছবিটির প্রচারে কোনো খামতি রাখছে না। তাপসী পান্নু, মিতালি রাজ জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সৃজিত মুখার্জির সাথে প্রচারের জন্য কলকাতার ইডেন গার্ডেনসে পা রাখেন। তাদের এই ফিল্ম দিয়েই প্রচারের কিকস্টার্ট করছেন পরিচালক সৃজিত। 

ভায়াকম 18 স্টুডিও'র বহু প্রতীক্ষিত ছবি সাবাশ মিঠুর প্রচারে কলকাতায় পা রাখল ছবির টিম। আইকনিক ক্রিকেটার মিতালি রাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবি ১৫ জুলাই মুক্তি পাচ্ছে। ছবিটির মুক্তির তারিখ আসন্ন। তার জোরকদমে চলছে প্রচার। সাবাশ মিঠুর টিম ছবিটির প্রচারে কোনো খামতি রাখছে না। তাপসী পান্নু, মিতালি রাজ জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাথে প্রচারের জন্য কলকাতার ইডেন গার্ডেনসে পা রাখেন। তাদের এই ফিল্ম দিয়েই প্রচারের কিকস্টার্ট করছেন পরিচালক সৃজিত। 

কলকাতা সফর সম্পর্কে কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজ বলেছেন, "ইডেন গার্ডেন ক্রিকেটের অন্যতম উষ্ণতাময় একটা স্থান। এই মাঠে পা দিলেই অদ্ভুত আনন্দ হয়। এখানে খেলা যে কোনও ক্রিকেটারের কাছে সম্মানের বিষয়। সাবাশ মিঠুর জন্য আজ এখানে থাকা।"

উল্লেখ্য, বিশ্বের দরবারে ভারতীয় ক্রিকেট তথা মহিলা দের মাথা উঁচু করেছেন তিনি। রাজ ২০১৭ সালে উইজডেন লিডিং উইমেন 'ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড', ২০০৩ সালে 'অর্জুন পুরস্কার', ২০১৫ সালে পদ্মশ্রী এবং ২০২১ সালে 'মেজর ধ্যানচাঁদ খেল রত্ন' সহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের প্রাপক।

পাওয়ার-হাউস পারফর্মার তাপসী পান্নু এদিন প্রচারে এসে বলেন, "এটা থেকেই প্রচারের পথচলা শুরু হচ্ছে। গোটা ব্যাপারটা কেমন স্বপ্নের মত মনে হচ্ছে। আমি এখানে অনেক ম্যাচ দেখেছি কিন্তু কখনো কল্পনাও করিনি যে আমি এখানে একটি সিনেমার জন্য দাঁড়িয়ে থাকব। ইতিহাস জানা এবং বোঝার এটি একটি ভিন্ন অনুভূতি। এবং খেলাধুলার জন্য এই স্থানটির গুরুত্ব অপরিসীম।"

চলচ্চিত্র পরিচালক এবং একজন সত্যিকারের ক্রিকেট প্রেমী, সৃজিত মুখোপাধ্যায় কলকাতায় প্রচার করে রীতিমত খুশি। তিনি বলেন এটা তার কাছে ঘরে থেকে কাজ করার মতো। ঘরের মাঠ থেকে প্রচারের ইনিংস শুরু করার মধ্যে যে আনন্দ তা বলে বোঝাতে পারবেন না। 

তাপসী পান্নু তাঁর নতুন সিনেমা, 'সাবাস মিঠু' দিয়ে দর্শকদের মুগ্ধ করতে ফিরছেন। সিনেমাটি ভারতীয় জনপ্রিয় মহিলা ক্রিকেটের মিতালি রাজের বায়োপিক,সৃজিত মুখোপাধ্যায়-এর পরিচালনায়। ২০ জুন, ইউটিউব এবং বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। সাবাস মিঠুতে, মিতালি রাজের, ৪ বছর বয়সী মেয়ে থেকে ক্রিকেটের আইকন হয়ে ওঠার উচ্চাকাংখার যাত্রা উপর অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে ছবিটি। 

আরও পড়ুন,রেড-হট বিকিনি তে সোশ্যাল মিডিয়া গরম করে তুলেছেন এই পাঁচ বলি-অভিনেত্রী

আরও পড়ুন,স্বয়ং আল্লু অর্জুন শুভেচ্ছা জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে কে!