সংক্ষিপ্ত
- আয় বেড়ে দাঁড়ালো ৭০০ শতাংশ
- আগামী এক বছরে বিনিয়োগ করা হবে ৩০০০ কোটি টাকা
- ওয়েব সিরিজের দিকে ঝুঁকে এখন ভারতের যুবক-যুবতী
- সমীক্ষা করে ভারতে বিস্তর লগ্নির পরিকল্পনা
অনলাইনের জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে। বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেরও বাড়ছে জনপ্রিয়তা। বর্তমানে সেই দৌড়ে সামিল প্রথম সারিরর তারকারাও। ভারতের বুকে বর্তমানে জাঁকিয়ে বসেছে নেটফ্লিক্স। তারই প্রমাণ মিলল সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে।
ভারতের বুকে নেটফ্লিক্স নজর কাড়া আয় করল ২০১৮-১৯ আর্থিক বর্ষে। মোটের ওপর আয় বেড়ে দাঁড়িয়েছে ৭০০ শতাংশ। যার ফলে ভারতের বাজারেই এবার বিশেষ নজর দিতে চলেছে নেটফ্লিক্স। আগামী এক বছরে বিনিয়োগ করা হবে ৩০০০ কোটি টাকা। এতে ব্যবসা আরও জমবে বলে দাবি নেটফ্লিক্সের।
এই সংস্থার কর্ণধার রিড হেস্টিংস শুক্রবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ্যে নিয়ে এসেছে। বর্তমানে বিশ্বজুড়ে গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ মিলিয়ন। ২০১৮-২০১৯ সালে ব্যবসা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ শংতাশ। এরই মধ্যে মুম্বইতে ১০০ কর্মীকর্মরত রয়েছে। ব্যবসা আরও বাড়িয়ে তুলতে চায় সংস্থা। আনা হবে আরও বিগ বাজেটের ওয়েব সিরিজ। ভারত এখন প্রাইম লক্ষ্য।