নতুন লুকে ধরা দিলেন সোহিনী মুক্তি পেল আগামী ছবির পোস্টার প্রথম ঝলকে চেনা দায় এপ্রিল মাসেই মুক্তি পাবে এই ছবি

পর্দায় প্রস্থেটিক মেক-আপ নিয়ে কাজ করাটা এখন নতুন ট্রেন্ড। ভিঞ্চি দা থেকে শুরু করে গুমনামী, টলিউডে এই ধরনের কাজের সাক্ষী থেকে ২০১৯। এবার নতুন বছরেও পর্দায় তেমনই এক চমক নিয়ে উপস্থিত হতে চলেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির নাম আগন্তুক। এই ছবিতেই মুখ্যভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে সোহিনী সরকারকে। 

আরও পড়ুনঃ নুসরতের পর মিমি, সাংসদেই 'মাতলেন' জিৎ

প্রকাশ্যেছবির পোস্টার। সেখানেই দেখা যায় একটি দরজাতে লেখা রয়েছে শ্রীমতী শোভারানী বসু। আর সেই দরজার ফাঁক দিয়েই ঝুঁকে রয়েছেন শোভারানী বসু। বয়সের ভার যাঁকে গ্রাস করেছে। তিনি হলেন ছবির মূল কেন্দ্রবিন্দু। হঠাৎ দেখে চেনা দায় যে ইনি হলেন অভিনেত্রী সোহিনী সরকার। 

View post on Instagram

গল্পের সূত্র গাঁধা এই শোভারানী বসুকে নিয়েই। যাঁর জীবনের তিনটি পর্যায় লক্ষ্য করা যাবে। ছবিতে সোহিনীর সঙ্গে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। এ যেন বাস্তব ঘটনা অবলম্বণেই সাজানো পল্ট। যেখানে দেখা যাবে ছবির প্রথমেই এক বৃদ্ধার রহস্য জনক মৃত্যু। এরপরই এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যতা ছড়িয়ে পড়ে, রহস্য ভেদে উঠে আসে একের পর এক তথ্য। নতুন মোড়কে এবার বাঙালিদের রহস্য ছবি উপহার দিতে চলেছেন পরিচালক ইন্দ্রদীপ।