Asianet News Bangla

কলকাতায় এসে পুজোয় মাতলেন সারা আলি খান

  • পুজোয় মাতলেন সারা আলি
  • দুর্গা পুজো দেখতেই কলকাতায় এসেছিলেন তিনি
  • তুলে নিলেন নানান পোজে ছবি
  • দেখে নিন তারই এক ঝলক
Sara Ali Khan came Kolkata to visit Puja pandal
Author
Kolkata, First Published Oct 8, 2019, 4:58 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

কলকাতার পুজো প্রতি বছরই দেশ দেশান্তর থেকে টেনে আনে মানুষকে। এবছর এই পুজোর টানেই কলকাতায় এসেছিলেন বলি অভিনেত্রী সারা আলি খান। এখানে এসে পুজোর আনন্দে মেতে ওঠেন তিনি। নাচে, গানে আনন্দে কাটান সময়।  

কলকাতায় এসে পুজো কাটিয়ে গেলেন সারা আলি খান। শুধু প্যান্ডাল হপিংই নয় মায়ের সঙ্গে তুলেছেন নানান পোজে ফটোও। সব মিলিয়ে কলকাতার পুজোয় চুটিয়ে আনন্দ করে গিয়েছেন সারা আলি। সারা আলি সেই ছবি তুলে ধরলেন তাঁর সোশ্যাল মিডিয়াতে। এর আগেও বহু বলি তারকাদের দেখা গিয়েছে কলকাতার পুজোয় সামিল হতে। এবার পুজোয় দেখাগেল সারা আলি খান -কে। 

হালকা গোলাপি চুরিদার দেখতে লাগছিল তাকে একে বারে অন্যরকম। শুধু তিনিই নন তার সঙ্গে ছিল তার সঙ্গীনিরাও। এছাড়াও কলকাতায় এসে তিনি যে বেশ আনন্দ করেই সময় কাটিয়েছেন বেশ ভালোই বোঝা গেল তাঁর ছবি এবং সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে । সব মিলিয়ে এবার পুজোয় সারা আলি কলকাতায় এসে যে বেশ আনন্দেই পুজো কাটিয়ে গিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।

 


 

Follow Us:
Download App:
  • android
  • ios