বক্স অফিসে ঝড় তানাজি একশোতম ছবিতে ছক্কা অজয়ের ভাঙলেন একের পর এক বড় ছবির রেকর্ড কেরিয়ারের ত্রিশতম বর্ষে বাজিমাত 

ত্রিশ বছরের কেরিয়ারে সেরা ছবিটা করেছেন অজয় দেবগণ। বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল তানাজি ছবিটি। বিপরীতে ছিল ছপাক। এই ছবির সঙ্গে কড়া টক্করে সামিল হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তানাজির সামনে সেই ছবি এক কথায় মুখ থুবরে পড়ল। প্রথম থেকেই দর্শকেরা অজয় দেবগণের একশোতম ছবি নিয়ে বেজায় উৎসাহিত ছিল। 

আরও পড়ুনঃ 'ভাঙছে ঘর-ভাঙছে দেশ', সিএএ বিরোধিতায় আওয়াজ তোলার ডাক দিলেন পূজা ভাট

এবার সেই ছবি ২০২০-র শুরু থেকে বক্স অফিসে ঝড় তুলল। তিন সপ্তাহের মাথায় এই ছবি জায়গা করে নিল ২০০ কোটির ক্লাবে। এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই তা দর্শকদের নজর কাড়ে। তবে বর্তমানে এই ছবি ছাপিয়ে গেল একাধিক বড় ছবির বক্স অফিস কালেকশন। যার মধ্যে রয়েছে শাহরুখ খান অভিনীত ছবি চেন্নাই এক্সপ্রেস, সলমন খান অভিনীত ছবি কিক ও রণবীর সিং অভিনীত ছবি সিম্বা। 

Scroll to load tweet…

তিন সপ্তাহের পর এই ছবি ঘরে তুলল ২২৮ কোটি টাকা। একের পর এক ছবি মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। তবুও অধরা তানাজি। একশোতম ছবিতে নিজের সেরাটা দর্শকদের উপহার দিলেন অজয় দেবগণ। বহুদিন পর পর্দায় কাজল-অজয় জুটি। কেরিয়ারের ত্রিশতম বর্ষে এসে বাজিমাত করলেন অজয় দেবগণ। এখনও মহাসমারহে চলছে এই ছবি।