সংক্ষিপ্ত
- মঙ্গলবার সন্ধেয় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা
- মারাত্বক পেটে ব্যথার জন্য ৭৫ বছরের অভিনেত্রীকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়
- তবে আজ, বৃহস্পতিবার তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়ে দিলেন লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা
মঙ্গলবার সন্ধেয় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। মারাত্বক পেটে ব্যথার জন্য ৭৫ বছরের অভিনেত্রীকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে আজ, বৃহস্পতিবার তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়ে দিলেন লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ডাইভারটিকালটিস নামক অসুস্থতার জন্যই একটি অস্ত্রপচার করতে হয়েছে তনুজার। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রপচারের পরে কাজলের মা-র অবস্থা এখন স্থিতিশীল।
তবে আগামী এক সপ্তাহ তিনি হাসপাতালেই থাকবেন। তাঁর শারীরিক অবস্থা কেমন হয়, তা দেখার জন্য তাঁকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন। মায়ের অসুস্থতার জন্য সারাদিন হাসপাতাল চত্বরেই ছিলেন কাজল।
প্রসঙ্গত, সোমবার সকালেই প্রয়াত হন অজয় দেবগণের বাবা বীরু দেবগণ। শ্বশুরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই তনুজার অসুস্থ হয়ে পড়ার খবর যেন ঝড় নিয়ে আসে কাজলের পরিবারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন তনুজা।