মুক্তি পেল ধর্মযুদ্ধ ছবির টিজার অনবদ্য লুকে ধরা দিলেন শুভশ্রী সমাজের এক অন্ধকারতম দিক পর্দায় তুলেধরতে চলেছেন রাজ বৃহস্পতিবার মুক্তি পেল ছবির টিজার 

একে অন্যের প্রতি বিশ্বাস, ভরসা সারা জীবন এক সঙ্গে চলার মত কেউ একদিন আসবে দীবনে। পথ চলতে গিয়ে মন যখন স্থির করে, এই মানুষটার সঙ্গেই কাটিয়ে দেওয়া যায় সাত সাতটা জন্ম, তখন অনেকের ক্ষেত্রেই অন্তরায় হয়ে দাঁড়ায় জাত-ধর্মের সমস্যা। সেই গল্পই এবার পর্দায় ফুঁটিয়ে তুলতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

সমাজের ঐক্যতার মাঝেও যে প্রতিনিয়ত ঠাণ্ডা লড়াইয়ের মত চলতে থাকা ধর্মযুদ্ধ, যার কোপে পড়ে নিত্য দিন শত শত মানুষের স্বপ্ন ভাঙে, তাঁদের গল্পই এবার পর্দায় বলতে চলেছেন রাজ চক্রবর্তী। পরিণীতা ছবিতেই অনবদ্য লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজের পরিচিত জ্যঁর থেকে বেড়িয়ে এসে এ যেন এক অন্য রূপ। আবারও তা প্রমাণ করলেন তিনি। 

View post on Instagram

বৃহস্পতিবারই প্রকাশ্যে এল ধর্মযুদ্ধ ছবির টিজার। সেখানে এক অনবদ্য লুকে দেখা ধরা দিলেন শুভশ্রী। বর্তমানে পুরোদমে চলছে ছবির কাজ। অভিনয়ে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী ও পার্ণো মিত্রকে। ছবিটি মুক্তি পাবে ২০ মার্চ ২০২০। ছবির টিজার মুক্তির পরই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।