সংক্ষিপ্ত

মহিলা এএফসি এশিয়ান কাপের (AFC Womens Asian Cup 2022) প্রথম ম্যাচে আটকে গেল ভারতীয় মহিলা ফুটবল দল (Indian Womens Football Team)। ইরানের বিরুদ্ধে গোল শূন্য ড্র করল আশালতা দেবী (Ashalata Devi), মণীষা কল্যাণরা (Manisha Kalyan)। ভারতের পরিবর্তে  ম্যাচ রবিরার চিনা তাইপের বিরুদ্ধে।
 

ম্যাচের আগের দিন ভারতীয় ভারতীয় মহিলা ফুটবলের দলের (Indian Womens Football Team) ৩ ফুচবলার সহ মোট ৫ জনের করোনা (Corona)আক্রান্ত হন। যেই খবর সামনে আসার আসার পর স্বভাবতই চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। মহিলা এএফসি এশিয়ান কাপের (AFC Womens Asian Cup 2022) যাত্রা শুরুর আগেই জোর ধাক্কা খেয়েছিল ভারতীয় দল। কিন্তু তারপর  প্রথম ম্য়াচে ইরানের (Iran)বিরুদ্ধে জয় না পেলেও  এক পয়েন্ট ঘরে তুলল আশালতী দেবীরা। একধিক সুযোগ নষ্ট না করলে জয়ের স্বাদও পেতে পারত ভারতীয়  মহিলা ফুটবল দল। পুরো ম্যাচে আধিপত্য নিয়ে খেললেও জয় দিয়ে এশিয়ান কাপ অভিযান শুরু করার আশা অধরাই থেকে গেল মহিলা ফুটবল দলের। গোলশূন্যভাবে শেষ হয় খেলা। রবিবার ভারতীয় মহিলা ফুটবল দলের পরবর্তী ম্য়াচ চিনা তাইপের বিরুদ্ধে।

এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন আশালতা দেবী (Ashalata Devi), মণীষা কল্যাণরা (Manisha Kalyan)। ম্য়াচেকর ৫ ও ১৬ মিনিটে মণীষা সসুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেননি।  ২৪ মিনিটের মাথায় ইন্দুমতির শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৮ মিনিটে ডালিমার পাস ধরে পিয়ারি গোলের সুযোগ তৈরি করেছিলেন। বাধ সাধেন ইরানের গোলকিপার।  ৩২ মিনিটে ইরানের বক্সে বল পেয়ে গিয়েছিলেন মণীষা। যদিও ফিনিশ করতে পারেননি। ৩৪ মিনিটে ইন্দুমতির শট ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধে গোলের কয়েকটি সুযোগ তৈরি করেছিল ইরানও। ১৩ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে চাকান্দির ফ্রি-কিক থেকে ইরানিয়ান তারকার হেডার পোস্টে প্রতিহত হয়। তবে প্রথমার্ধে বল পজিশনেও এগিয়ে ছিল ভারতীয় দল। 

 

 

ম্য়াচের দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে ঝাপায় ভারতীয় দল। কিন্তু ভাগ্য সাথ দেয়নি। দ্বিতীয়ার্ধের দশ মিনিটে ভারত অন্তত দু'বার আক্রমণ শানায় প্রতিপক্ষের বক্সে। তবে গোল করতে পারেনি। ৬৪ মিনিটে দাংমেইয়ের শট বাঁচিয়ে দেন ইরানের গোলকিপার। ৭৭ মিনিটে অরক্ষিত গ্রেসের আক্রমণ প্রতিহত করেন ইরানের গোলকিপার জোহরে। বক্সের ভিতরে সহজ সুযোগ পেলেছিলেন দাংমেই। যদিও তা কাজে লাগাজে পারেননি তিনি।  ম্যাচের শেষ মুহূর্তেও গোলের সুযোগ তৈরি করেছিল ভারত। কিন্তু জালে বল জড়াতে  সক্ষম হননি। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতীয় মহিলা ফুটবল দলকে। ফিফা ক্রমতালিকায় ভারতের মহিলা ফুটবল দল ৫৫তম স্থানে। ৭০ নম্বরে ইরান। সেই দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও হতাশ ভারতীয় দল। এবার লক্ষ্য রবিবার চিনা তাইপেকে হারানো।