সংক্ষিপ্ত

  • ১৪ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা
  • তার আগে প্রতিযোগিতা নিয়ে সমস্যায় কনমেবল 
  • করোনার থাবার কারণে আর্জেন্টিনায় হবে না কোপা
  • নতুন কোন দেশ আয়োজন করবে তা এখনও স্পষ্ট নয়
     

ভারতীয় সময় অনুযায়ী ১৪ জুন থেকে শুরু হবে দক্ষিণ আমেরিকার ফুটবল সেরা হওয়ার প্রতিযোগিতা কোপা আমেরিকা। প্রথমে কলম্বিয়া ও আর্জেন্টিনা যৌথভাবে আয়োজন করার কথা ছিল বিশ্বখ্যাত এই ফুটবল প্রতিযোগিতার। কিন্তু দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে আগেই প্রতিযোগিতা আয়োজন থেকে সরে দাঁড়িয়েছিল কলম্বিয়া। তারপর পুরো প্রতিযোগিতা মেসির দেশে আয়োজন করা হবে বলে জানিয়েছিল কনমেবল। তবে এবার আর্জেন্টিনাতেই কোপা আমেরিকা আয়োজনে বাঁধা হয়ে দাঁড়াল করোনা ভাইরাস।

গতবছর হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু ২০২০ সালে অলিম্পিক, ইউরো কাপের মত করোনার কারণে স্থগিত হয়ে যায় কোপা আমেরিকা। আশা করা হয়েছিল এই বছর সমস্যাহীনভাবে আয়োজন করা যাবে প্রতিযোগিতা। কিন্তু আর্জেন্টিনায় বিগত কয়েক সপ্তাহ ধরে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে ৯ দিনের লকডাউন ডেকেছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্ডেজ। যার ফলে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠছিল আর্জেন্টিনায় প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে। দেশের ৭০ শতাংশ মানুষই কোপা আয়োজনে মত দেননি। পরিস্থিতি বিচার করে অবশেষে আর্জেন্টিনায় কোপা আমেরিকা আয়োজন না করার কথা জানিয়ে দিল কনমেবল।

প্রতিযোগিতা শুরু হতে বাকি আর মাত্র ২ সপ্তাহ। তার আগে আয়োজক দেশে প্রতিযোগিতা না করার সিদ্ধান্ত নেওয়ায় তৈরি হয়েছে সমস্যাও। কোথাও আয়োজন করা হবে কোপা আমেরিকা তা নিয়ে শীঘ্রই আলোচনায় বসার কথা জানিয়েছে কনমেবল। বিবৃতিতে জানানো হয়েছে,‘কনমেবল বাকি যে সব দেশ টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছিল, তাঁদের অফার সম্পর্কে বিচার বিবেচনা করছে। শীঘ্রই এ ব্যাপারে সকলকে অবগত করা হবে।’ সম্ভাব্য তালিকায় রয়েছে আমেরিকর নাম। এছাড়া চিলি, ভেনেজুয়েলা সহ আরও যে দেশগুলি আগে প্রতিযোগিতা আয়োজনে আগ্রহ দেখিয়েছিল তাদের সঙ্গে কথা বলবে কনমেবল।

YouTube video player