সংক্ষিপ্ত

মরসুমের প্রথম ম্যাচেই দুরন্ত জয় এটিকে মোহনবাগানের। এএফসি কাপের ম্যাচে ২-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে। গোল পেলেন রয় কৃষ্ণা ও শুভাশিস বোস।

গত মরসুমে রানার্সআপ হলেও, আইএসএলের গোটা মরসুমে এটিকে মোহনবাগানের খেলার প্রশংসা করেছিল সকলেই। মাঝে দীর্ঘ বিরতি। কিন্তু মরসুমের প্রথম ম্য়াচেই একই ছন্দে পাওয়া গেল অ্যান্টোনিও লোপেজ হাবাসের দলকে। এএফসি কাপের ম্য়াচে অনবদ্য ফুটবল খেলল এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারাল সবুজদ মেরুণ ব্রিগেড। ম্যাচে গোল পেলেন রয় কৃষ্ণা ও শুভাশিস বসু। সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবদধান আরও বাড়াতেই পারত হাবাসের দল।

 

 

নতুন মরসুমে বাগান শিবিরে যোগ দিয়েছেন একাধিক নতুন ফুটবলার। দীপক টাংরি, হুগো বুমোসরা দ্রুত মানিয়ে নিয়েছে হাবাসের স্ট্র্যাটেজির সঙ্গে। ফলে তিরি, সন্দেশ ঝিঙ্গানদের মত তারকারা না থাকলেও দলের খেলায় কোনও ছন্দপতন হয়নি। সুনীলদের বিরুদ্ধে প্রথম থেকেই সঙ্গবদ্ধ ফুটবল খেলে এটিকে মোহনবাগান। ম্যাচের ৩৯ মিনিটে বাগানের হয়ে প্রথম গোল করেন রয় কৃষ্ণা।  ডান দিক থেকে ভেসে আসা কর্নারে মাথা ছোঁয়ান কার্ল ম্যাকহিউ। গোলের সামনে দাঁড়িয়ে থাকা রয় কৃষ্ণ ব্যাক হেডে বল জালে জড়িয়ে দেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সবুজ-মেরুণ শিবির।

 

 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করার আগেই দ্বিতীয় গোল পেয়ে য়ায় এটিকে মোহনবাগান। বাঁ দিক থেকে ডেভিড উইলিয়ামসের ক্রস পেনাল্টি বক্সের মধ্যে বাঁ পায়ে ট্র্যাপ করে পেছনের ডিফেন্ডারকে বোকা বানিয়ে ঘুরে যান শুভাশিস। বাঁ পায়ের শটে গুরপ্রীত সিংহ সান্ধুকে বোকা বানিয়ে গোল করেন বাঙালি ফুটবলার।  এরপর আরও কয়েকটি সুযোগ পেয়েছিল হাবাসের দল কিন্তু গোলের ব্যবধান বাড়াতে পারেনি। অপরদিকে, এদিন একেবারে সাদামাটা দেখিয়েছে বেঙ্গালুরু এফসিকে। সুনীল ছেত্রীও ছিলেন নিষ্প্রভ। মরসুমের প্রথম ম্য়াচ জয় দিয়ে শুরু করতে পেরে খুশি এটিকে মোহনবাগান শিবির।

YouTube video player