সংক্ষিপ্ত
- ভেনেজুয়েলার বিরুদ্ধে জয় পেয়েছে ব্রাজিল
- শুক্রবার ভোরে দ্বিতীয় ম্যাচে নামছে সেলেকাওরা
- পেরুর বিরুদ্ধে দলে হতে পারে একাধিক পরিবর্তন
- অপরদিকে লড়াই দিতে প্রস্তুত গুস্তাভো আলফারোর দল
কোপার শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচেই ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে দুরন্ত শুরু করেছে ৫ বারের বিশ্বজয়ীরা। গোল পেয়েছিলেন মার্কুইনহোস, নেইমার, গ্যাব্রিয়েল বার্বোসারা। শুক্রবার ভোরে গ্রুপ লিগের ম্যাচে পেরুর বিরুদ্ধে নামছে তিতের দল। দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সেলেকাওরা। অপরদিকে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের কোপা অভিযান শুরু করতে চলেছে পেরু। লড়াই দিতে প্রস্তুত গুস্তাভো আলফারোর দল।
আরও পড়ুনঃএকসঙ্গে এল জোড়া স্পনসর, টোকিও অলিম্পিকে মিটল ভারতীয় দলের সমস্যা
পেরুর বিরুদ্ধে ম্যাচে একাধিক পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। আক্রণম থেকে রক্ষণ সব বিভাগেই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের দেখে নিতে পারেন তিতে। পেরুর বিরুদ্ধে নামার আগে অনুশীলনে অ্য়াটকিং লাইনের জন্য এভার্টন রিবেইরো, এভার্টন এবং গ্যাব্রিয়েল বারবোসাকে দেখে নিয়েছেন ব্রাজিল কোচ। ফির্মিনোকে দেখা যায়নি অনুশীলনে। ডিফেন্সে খেলানো হতে পারে থিয়াগো সিলভাকে। কাতার বিশ্বকাপের আগে পুরো দলকে দেখে নিতে চাইছে তিতে। তবে বেশি পরিবর্তন করলে হিতে বিপরীত না হয় সেই কথা বলেছেন ফুটবল বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃমডেল-অভিনেত্রী থেকে প্লেয়ার, বিরাটের জীবনের একাধিক বিতর্কিত প্রেম, সবটা জানত কি অনুষ্কা
অপরদিকে, নিজেদের শেষ ৫টি ম্য়াচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে পেরু। ব্রাজিলের বিরুদ্ধেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ৪-২ গোলে হারতে হয়েছিল গুস্তাভো আলফারোর দলকে। তাই ব্রাজিলের বিরুদ্ধে এক পয়েন্ট পাওয়াই প্রধান লক্ষ্য হতে চলেছে পেরুর। তাই রক্ষণাত্মক ফুটবল খেলে প্রতি আক্রমণে যাওয়ার রণনীতিই নিতে চলেছেন পেরু কোচ। ব্রাজিলের বিরুদ্ধে লাপাডুলা, কুয়েভা, পেনা ও কারিলোদের উপরই ভরসা রাখছেন আলফারো।
আরও পড়ুনঃনার্সের প্রেমে পড়ে বিয়ের আগেই হয়েছেন বাবা, জানুন কিউই অধিনায়কের ব্যক্তিগত জীবন
ম্যাচ প্রেডিকশন-
একদিকে দুরন্ত ছন্দে থাকা ব্রাজিল, অপরদিকে ছন্দহীন পেরু। ব্রাজিল দলে একাধিক পরিবর্তন করলেও, সেই দল শক্তির বিচারে পেরুরল থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। ফুলে শুক্রবারের ভোরের ম্যাচে ব্রাজিলকেই একশো শতাংশ ফেভারিট তকমা দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।