সংক্ষিপ্ত

  • আজ ইউরোতে ফের মাঠে নামছে ইতালি
  • প্রথম ম্যাচে ৩ গোলে জয় পেয়েছে মানচিনির দল
  • অপরদিকে ওয়েলসের বিরুদ্ধে ড্র করেছে সুইৎজারল্যান্ড
  • আজকের ম্য়াচে জয় পেতে মরিয়া দুই প্রতিবেশি দেশ
     

বুধবার মধ্যরাতে ইউরো কাপে গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি হচে চলেছে ইতালি ও সুইৎজারল্যান্ড। প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরো অভিযান দুরন্তভাবে শুরু করেছে ইতালি। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী চারবারের বিশ্বজয়ীরা। অপরদিকে, প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে সুইৎজারল্যান্ড। আজ ইতালির বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া এমবোলো, সাকেরি, সেফেরোভিকরা।

আরও পড়ুনঃপ্রথম ম্য়াচেই রেকর্ডের ফুলঝুরি, জানুন কোন কোন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এবার ইউরোতে সম্পূর্ণ নতুন ইতালিকে দেখা যাবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ রবের্তো মানচিনি। প্রথম ম্য়াচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে সেই মন্তব্যকে সত্য প্রমাণিত করেছে ইমোবাইল, ইনসিগনে, বেরার্ডিরা। ইতালির রক্ষাণত্মক ফুটবলের ঘরানা ভেঙে মানচিনির দল লাগাতার আক্রমণ শানান বিপক্ষের বক্সে। মানচিনির দলকে এবারের ইউরোর অন্যতম ফেভারিট মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। আজকের ম্য়াচেও আক্রমণাত্মক ফুটবল খেলে ৩ পয়েন্টের লক্ষেই ঝাপাতে চলেছে ইতালি।

আরও পড়ুনঃইনিই বিশ্বের হট অ্যান্ড সেক্সি ফুটবল এজেন্ট, বিকিনি ফটো শুট দেখলে ঘাম ঝড়বে আপনারও

অপরদিকে, শেষ কয়েকটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় নিজেদের ছাপ ছাড়তে সমর্থ হয়ছে সুইৎজারল্যান্ড দল। প্রথম ম্যাচে এক পয়েন্ট পেলেও, দ্বিতীয় ম্য়াচেও যেনতেন প্রকারে এক পয়েন্ট চাইছে ভ্লাদিমির পেতকোভিকের দল। তাই শক্তিশালী ইতালির বিরুদ্ধে রক্ষণ সামলে আক্রমমে যাওয়াই লক্ষ্য সুইসদের। ইতালির বিরুদ্ধে ১ পয়েন্ট পেলে শেষ ম্য়াচে তুরস্কের বিরুদ্ধে অলআউট ঝাঁপাবে জাকা, সাকেরি, ওমবোলোরা। সব মিলিয়ে ইতালির বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত সুইসরা।

আরও পড়ুনঃযৌবনের উষ্ণতায় ঘায়েল হবেন আপনিও, চিনে নিন নেইমারের সুপার হট অ্যান্ড সেক্সি বোনকে

ম্যাচ প্রেডিকশন-
দুই দলের দলগত শক্তি ও সাম্প্রতিক ফর্ম বিচার করলে সুইৎজারল্যান্ডের থেকে অনেক এগিয়ে ইতালি। তাই আজকের ম্যাচে রবের্তো মানচিনির দলকেই ফেভারিট তকমা দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।

YouTube video player