এবার ইউরো কাপে করোনা আতঙ্ক ২ হাজার স্কটিশ সমর্থক করোনা পজেটিভ সেই অবস্থাতেই খেলা দেখেছেন বিভিন্ন জায়গায় এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে স্কটল্যান্ডের স্বাস্থ্য সংস্থা  

বিশ্ব জুড়ে করোনার দাপট কিছুটা কমলেও তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তারমধ্যেই নানা বিধিনিষেধের মধ্যে আয়োজিত হচ্ছে ইউরো কাপ। বিশ্বের ১২ টি দেশে চলছে খেলা। যেখানে যেমন পরিস্থিতি সেখানে সেই সংখ্যায় স্টেডিয়ামে দর্শক প্রবেশেরও অনমতি দেওয়া হয়েছে। অনমতি দেওয়া হয়েছে শহরের বিভিন্ন জায়গায় ফ্যান জোন তৈরির। কিন্তু সেই সিদ্ধান্তই কাল হল কিনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কারণ স্কটল্যান্ডের প্রায় ২০০০ সমর্থক কোভিড নিয়েই খেলা দেখছে বলে অভিযোগ।

Scroll to load tweet…

এই খবর সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই ভয়ঙ্কর রিপোর্ট সামনে এনেছে স্কটল্যান্ডেরই স্বাস্থ্য সংস্থা। মোট ১৯৯১ জনকে চিহ্নিত করেছে স্কটল্যান্ডের জনস্বাস্থ্য সংস্থা। এর মধ্যে ১২৯৪ জন কোভিড নিয়েই লন্ডনে এসেছিলেন। ৩৯৭ জন ওয়েম্বলিতে খেলা দেখেছেন। গ্লাসগোতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩৭ জন সংক্রমিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। চেক প্রজাতন্ত্র ম্যাচে সংখ্যাটা ৩৬। শুধু স্টেডিয়ামেই নয়, অনেকেই খেলা দেখেছেন সিটি সেন্টারের বাইরে সহ বিভিন্নজায়গায় নির্মিত ফ্যান জোনে। বিনা মাস্কে রাস্তায় উৎসব থেকে ঘুড়ে বেড়ানো সব কিছুই করেছে এই স্কটিশ সমর্থকরা। 

Scroll to load tweet…

রিপোর্ট সামনে আসার পরই আতঙ্ক রয়েছে সব দেশের ফুটবল প্রেমিরা। ইতিমধ্যেই ঘটনায় নড়েচড়ে বসেছে স্কটল্যান্ডের স্বাস্থ্য সংস্থা ও ইউরো কর্তৃপক্ষ। যেই সমর্থকরা এমন কাজ করেছে তাদের চিহ্নিতকরণের কাজ চলছে। তাদের চিহ্নিত করার পর কঠোর শাস্তির সম্মুখীনও হতে হবে। এছড়া যারা স্কটিশ সমর্থকদের সংস্পর্শে এসেছে তাদের নিভৃতবাসে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। 


YouTube video player