রাশি অনুযায়ী কোন মেয়ে কেমন, জেনে নিন বাড়িতে বিয়ের প্রস্তুতির আগেই
- FB
- TW
- Linkdin
মেষ- এই রাশির মেয়েদের সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। নিজের মতামত জানানোর ব্যাপারে একেবারেই ঠোঁটকাটা। এরা অত্যন্ত কর্মঠো। নিজের ক্ষমতার বেশি কাজের ভার নিয়ে ফেলে।
বৃষ- এই রাশির জাতিকাদের প্রথম দর্শনে মনে হবে শান্ত প্রকৃতির। মানসিক শক্তির দিক দিয়েও তারা যথেষ্টই সবল। রেগে গেলে তার রূপ বদলে যায়। এরা খুবই একগুঁয়ে।
মিথুন- এই মেয়েদের মন বোঝা খুব কঠিন। এদের মধ্যে নানা মনের হদিশ পাওয়া যায়। তবে এরা ব্যক্তিত্বে স্বতন্ত্র। পৃথিবীর সব কিছু নিয়েই এদের কৌতূহল। প্রশ্নের শেষ নেই।
কর্কট- সব রাশির মধ্যে কর্কট রাশির মেয়ের বৈশিষ্ট্য বোঝা সবথেকে কঠিন। কর্কট রাশির জাতিকারা স্পর্শকাতর। এরা সমালোচনা সইতে পারে না। সাধারণত সহজ-সরল, শান্তিপ্রিয় স্বভাবের। তবে ভিতরে ভিতরে সব কিছু জটিল করে ভাবে।
সিংহ- এই জাতিকারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চায়। যেমন বুদ্ধিমতী হয়ে থাকে, তেমনই শক্তিশালী চরিত্র। সঙ্গীর জীবনে তিনি হয়ে থাকতে চান সবথেকে গুরুত্বপূর্ণ।
কন্যা- কন্যা রাশির মেয়েরা নারীসুলভ এবং চুপচাপ তবে একেবারে শান্তশিষ্ট নয়। কন্যা রাশির মেয়েদের নিজেকে উন্নত করে গড়ে তোলার প্রবণতা দেখা যায়।
তুলা- তুলা রাশির মেয়েরা সহজেই অন্যের সঙ্গে মিশে যেতে পারে। এই মেয়েদের প্রতি অন্যদের আকর্ষণ বেশি থাকে।
বৃশ্চিক- এই রাশির জাতিকা মানেই রহস্যময়ী। এদের সহজাত স্বভাব ও কথা বলার ধরন অন্যদের খুব সহজেই আকর্ষণ করে। এরা অত্যন্ত মানসিক দিক থেকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী।
ধনু- এই মেয়েরা অভিজ্ঞতাকেই সবচেয়ে মূল্যবান বলে মনে করে। এরা খুব স্বতঃস্ফূর্ত এবং স্বাধীনচেতা।
মকর- এই রাশির জাতিকারা সাফল্য অর্জনের পথে কোনও বাধাই সহ্য করে না। এরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। পাশাপাশি অত্যন্ত একগুঁয়ে।
কুম্ভ- কুম্ভ রাশির মেয়েরা স্বাধীনতাপ্রিয়। তবে এদের মুড খুব দ্রুত বদলাতে থাকে। এদের মধ্যে মায়া, মমতা অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এরা সমাজসেবী হয়ে থাকে।
মীন- মীন রাশির জাতিকারা রোমান্টিক, স্পর্শকাতর ও প্রাণবন্ত। এরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী। এরা পরিচিত-অপরিচিত সবার প্রতিই দয়ালু।