সামনেই বাংলার নববর্ষ, তার আগেই বিনা খরচে দুর্ভাগ্যকে বদলে ফেলুন সৌভাগ্য
- FB
- TW
- Linkdin
বাড়ি-ঘর সব সময় পরিষ্কার-পরিছন্ন এবং গুছিয়ে রাখুন। শোয়ার ঘরের ব্যবস্থা করুন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে।
আর্থিক উন্নতির জন্য লাল রং-এর ঘোড়ার ছবি টাঙিয়ে রাখতে পারেন বসার ঘরে।
পরিবারের সকলে একসঙ্গে মিলে বসতে হলে সেই জায়গার ব্যবস্থা করুন উত্তর -পূর্ব দিকে। এতে পরিবারের মধ্যে সংযোগ ভালো থাকে।
পড়ার ঘর করুন বাড়ির পূর্ব দিকে। পারিবারিক কোনও ছবি রাখতে হলে তা অবশ্যই রাখুন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে।
খাটের নীচ সবসময় পরিষ্কার ও ফাঁকা রাখুন। বাগান থাকলে তার ব্যবস্থা করুন বাড়ির পূর্ব দিকে।
বাস্তুর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম হল বাড়ির জানালা ও দরজার যেন জোড় সংখ্যার হয়।
এক্যুরিয়াম রাখুন বাড়ির উত্তর পূর্ব দিকে। এই দিকের দেওয়ালে কোনও লম্বা রাস্তার ছবিও রাখতে পারেন।
বাড়িতে ঢোকার মুখে কোন ফাঁকা দেওয়াল থাকলে তাতে ছবি টাঙিয়ে রাখুন।
বাস্তুর এই কয়েকটি নিয়ম যদি মেনে চলতে পারেন, তবে কোনও খরচ ছাড়াই আপনি আপনার জীবনের খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন সহজেই।