ক্রিসমাসের সেরা উপহার বেছে নিন প্রিয় মানুষটির জন্য, জেনে নিন রাশি অনুযায়ী পছন্দের গহণা
First Published Dec 13, 2020, 11:47 AM IST
ডিসেম্বর মাস মানেই উৎসবের মরসুম। বড়দিন, নতুন বছর মিলিয়ে উৎসবে ভরপুর এই মাস। আর উৎসব মাসেই উপহারেরর পালা। মনের মানুষকে পছন্দের উপহার দেওয়াতেই উৎসবের আনন্দ প্রাপ্তি। প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন আলাদা হয় প্রতিটি মানুষের পছন্দও হয় আলাদা আলাদা। আবার জ্যোতিষশাস্ত্রের মতে প্রতিটি রাশির চারিত্রিক বৈশিষ্ট্যও আলাদা হয়। সে রকম নানান ধরনের গহনা এক-একটি রাশির পক্ষে বিশেষভাবে শুভ। দেখে নিন রাশি অনুযায়ী কোন গহনা আপনার কাছের মানুষটির জন্য উপযুক্ত।

মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকার জন্য লাল রং-এর গহণা শুভ। তাই উপহার হিসেবে মেষ রাশির জাতক-জাতিকা ভারী গহনার বদলে হালকা ও আধুনিক গহনাই পছন্দ করেন বেশি করেন। আধুনিক ঘড়ি ও ছোট ধরনের দুল দিতে পারেন।

বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের ঐতিহ্যের ছোঁয়া থাকায় মেশ রাশির মতো এরাও হালকা গয়নাই বেশি পছন্দ করেন। এই রাশির জাতক-জাতিকারা গহনা পরতে খুবই ভালোবাসেন। নেকলেস এবং লকেট দিতে পারেন উপহার হিসেবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন